চাওয়া-পাওয়া মিলে গেল ‘সেকেন্ড পেপারে’ |
|
রাজীব ঘোষ, মুম্বই: ১৬-১-৫২-২। মুম্বইয়ের পড়ন্ত বিকেলেও ব্রেবোর্ন স্টেডিয়ামের স্কোরবোর্ডে তাঁর নামের পাশে এই সংখ্যাগুলো যেন বেশ উজ্বল। এ হল বুধবার যুবরাজ সিংহের সারা দিনের পরিশ্রমের খতিয়ান। যা দেখে খুশি হওয়াই উচিত ছিল ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির।
যুবরাজের এই পারফরম্যান্সে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের সেঞ্চুরি বা স্পিনার সমিত পটেলের ৮২ রানের অপরাজিত ইনিংস ঢাকা পড়ে যায়নি ঠিকই, কিন্তু ভারতীয় টেস্ট দলে নিজের জায়গাটা সম্ভবত পাকা করে নিলেন বাঁ-হাতি। ফার্স্ট পেপারে (ব্যাটিং) তো আগেই উতরেছেন। এ বার সেকেন্ড পেপারেও (বোলিং) উতরে গেলেন! |
|
যুবরাজ কি দু’দিন টানা ফিল্ডিং করতে পারবে, প্রশ্ন ধোনির |
নিজস্ব প্রতিবেদন, নয়াদিল্লি: ক্যানসারকে হারিয়ে বাইশ গজে হইহই করে ফেরা যুবরাজ সিংহের অগ্নিপরীক্ষা কি এখনও বাকি? ধোনির এ দিনের একটি মন্তব্যের পর মনে হতে পারে, এখনও বাকি! ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দলের ব্যাটিং লাইন আপে ছয় নম্বর জায়গাটার পয়লা নম্বর দাবিদার যখন যুবরাজকে মনে করছে ক্রিকেটমহলের গরিষ্ঠ অংশ, তখন ভারত অধিনায়ক আজ বলেছেন, “দেখতে হবে যুবি প্রয়োজনে টানা দু’দিন ফিল্ডিং করার মতো তৈরি কি না।” ধোনি এ দিন দিল্লিতে একটি প্রচারমূলক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। |
|
|
নেটে মরিয়া সচিনকে দেখে অবাক সতীর্থরাই |
|
রাজীব ঘোষ, মুম্বই: জাহির খানের মারণ হাফভলি উপড়ে দিল তাঁর পিছনের স্টাম্প। খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন সচিন। কতই বা হবে, দশ সেকেন্ড মতো। তার পরেই যে ভাবে ইকবাল আবদুল্লার বল উড়িয়ে দিলেন সোজা সাইটস্ক্রিনের উপর, তাতে নিজের ওপর রাগটাই যেন বেশি ফুটে উঠল। সুনীল গাওস্কর কয়েক দিন আগেই বলেছেন না, বয়সের ভারে সচিনের ফুটওয়ার্ক মন্থর হয়ে গিয়েছে? |
|
গুরুর পাঠশালায় ফেরত
গেলেন গম্ভীর |
|
|
|
|
জগপ্রীতের জেল, অন্য দুই ফুটবলার পলাতক |
|
রঞ্জি শুরুর আগেই
বাংলা বনাম রাজস্থান |
|
|
|
|
মর্গ্যানের ভারতীয়
ব্রিগেডও ঝলমল করছে |
|
|
|
|
মর্গ্যানের বিরুদ্ধে হারের
ভূত তাড়াতে চান কোলাসো |
মনোজের হয়ে
সওয়াল সৌরভের |
|
টুকরো খবর |
|
|