ক্যানসারকে হারিয়ে বাইশ গজে হইহই করে ফেরা যুবরাজ সিংহের অগ্নিপরীক্ষা কি এখনও বাকি? ধোনির এ দিনের একটি মন্তব্যের পর মনে হতে পারে, এখনও বাকি! ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দলের ব্যাটিং লাইন আপে ছয় নম্বর জায়গাটার পয়লা নম্বর দাবিদার যখন যুবরাজকে মনে করছে ক্রিকেটমহলের গরিষ্ঠ অংশ, তখন ভারত অধিনায়ক আজ বলেছেন, “দেখতে হবে যুবি প্রয়োজনে টানা দু’দিন ফিল্ডিং করার মতো তৈরি কি না।”
ধোনি এ দিন দিল্লিতে একটি প্রচারমূলক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। সেখানেই আচমকা ভারত অধিনায়কের একটি মন্তব্য সাড়া ফেলে দেয়। যখন যুবরাজ প্রসঙ্গে ধোনি বলেন, “এখানে বসে আমার পক্ষে যুবরাজের ফিটনেসের সঠিক মূল্যায়ন করা খুব কঠিন। আমাদের বুঝতে হবে যে, পাঁচ দিনের ফর্ম্যাটের ক্রিকেটের নিজস্ব কিছু অনিশ্চয়তা আছে। যেটা ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি ফর্ম্যাটের ক্রিকেটে নেই। এক দিনের ম্যাচে আপনি জানেন যে, আপনাকে সর্বাধিক ৫০ ওভার ফিল্ডিং করতে হবে। সেখানে টেস্ট ক্রিকেটে এমন পরিস্থিতি আসতেই পারে যখন একটা টিমই দেড় থেকে দু’দিন ব্যাট করল। সেক্ষেত্রে ফিল্ডিং দলকেও অতক্ষণ মাঠে খাটতে হবে। আমাদের দেখতে হবে যুবরাজ ওই রকম টানা দু’দিন ফিল্ডিং করার জন্য তৈরি হয়ে উঠেছে কি না।” |
সোজা কথায়, ধোনি বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনও নিশ্চিত নন যে যুবরাজ পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের ধকল নেওয়ার মতো ফিটনেস ফিরে পেয়েছেন কি না। ক্রিকেটমহলের কেউ কেউ ধোনির এই মন্তব্যের মধ্যে শুধু ক্রিকেটীয় ব্যাখ্যাই যে খুঁজে পাচ্ছেন তা নয়। টেস্ট দলে ছয় নম্বরের লড়াই যুবরাজের সঙ্গে ধোনির পছন্দের সুরেশ রায়নার। গত কাল অ্যান্ডারসন-সোয়ানদের পিটিয়ে ৯৩ করে বাংলার মনোজ তিওয়ারি ছয় নম্বরের লড়াইটা দ্বিমুখীর বদলে ত্রিমুখী করে দিয়ে ধোনির সমস্যা বাড়িয়েছেন। ১৫ জনের দলে খুব বেশি হলে এই তিন জনের মধ্যে দু’জন সুযোগ পেতে পারেন। তার মানে স্কোয়াডে রায়নার থাকা একশো ভাগ নিশ্চিত নয়। সে জন্য ভারতীয় ক্রিকেটের ওয়াকিবহাল মহলের কারও কারও মনে হচ্ছে, তা হলে কি যুবরাজের ফিটনেস নিয়ে ঘুরিয়ে সন্দেহ প্রকাশ করে ধোনি নির্বাচকদের উপর চাপ তৈরি করে রাখলেন? যাতে মনোজ সুযোগ পেলেও পান, কিন্তু দ্বিতীয় জন যেন রায়না হন। কারণ যুবরাজের মতো প্লেয়ার এক বার ১৫ দলে ঢুকলে তাঁকে প্রথম দলের বাইরে রাখা মুশকিল। ধোনি অবশ্য এও বলে রেখেছেন, “তবে এটাও বলব যে, যুবরাজের বর্তমান ফিল্ডিং-মান সম্পর্কে সেরা বিচারক যুবরাজ নিজেই। সুস্থ হয়ে ফিরে এসে যুবরাজ গোটা কয়েক ঘরোয়া ম্যাচ খেলেছে। সুতরাং ব্যাপারটা ও নিজেই সবথেকে ভাল বুঝবে।” |