ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারিকে জাতীয় দলে রাখা নিয়ে সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার ইডেনে বাংলা টিমের সঙ্গে অনুশীলন সেরে ভারতের প্রাক্তন অধিনায়ক বলে দিলেন, “নির্বাচকরা কী করবেন, জানি না। সেটা ওঁদের ব্যাপার। তবে আমি হলে মনোজকে অবশ্যই টিমে রাখতাম।”
ভিভিএস লক্ষ্মণ অবসর নেওয়ার পরে ভারতের টেস্ট টিমে ছ’নম্বর জায়গাটা নিয়ে এখনও জল্পনা চলছে। যুবরাজ সিংহ, সুরেশ রায়নার নাম ইতিমধ্যেই উঠে আসছে। কিন্তু সৌরভের মতে, ছ’নম্বরের দাবিদার দু’জন। যুবরাজ এবং মনোজ। “যুবরাজের ফিটনেস নিয়ে আর কোনও সন্দেহ থাকা উচিত নয়। দলীপে ও ডাবল সেঞ্চুরি করে দেখিয়েছে। আর মনোজ নিয়ে বলতে পারি, ভারত ‘এ’ দলের হয়ে ৯৩ রানটা বড় নয়। বড় হচ্ছে, চাপের মুখে ওর মানসিকতা,” বলছিলেন সৌরভ। আরও যোগ করছেন, “দেখুন, এই পর্যায়ের ক্রিকেটে স্কিল সবারই থাকে। কিন্তু আসল হচ্ছে, চাপের পরিস্থিতিতে আপনি কতটা মানসিক কাঠিন্য দেখাতে পারছেন। মনোজ সেখানে একবার নয়, বারবার নিজেকে প্রমাণ করে দেখাচ্ছে। শ্রীলঙ্কায় দেখিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও একই জিনিস ঘটল।”
পাশাপাশি সৌরভের মনে হচ্ছে, আসন্ন সিরিজে আদ্যোপান্ত স্কোয়্যার টার্নার বানালে ভারতও ঝামেলায় পড়তে পারে। “প্রথম দিন থেকেই বল ঘুরবে এমন হয় না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও তো হয়নি। আর বেশি ঘূর্নি উইকেট হলে ভারতেরও সমস্যা হতে পারে। ইংল্যান্ডেরও কিন্তু গ্রেম সোয়ানের মতো স্পিনার আছে।”
আর তিনি নিজে? তাঁর ভবিষ্যৎ কী? “আইপিএলে পুণে ওয়ারিয়র্সের হয়ে এ বার খেলছি না,” সোজাসাপ্টা উত্তর সৌরভের। কিন্তু বাংলার জার্সিতে তাঁকে দেখা যাবে? সচিন, লক্ষ্মণরা তো রঞ্জি খেলছেন এখনও। “সচিনকে তো খেলতেই হবে। আর লক্ষ্মণ খেলছে ঠিক আছে। আমিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর চার বছর খেললাম। বাংলায় খেলব কি না, এখনই বলতে পারছি না। সামনে লম্বা মরসুম পড়ে আছে। দেখা যাক।” ইতিমধ্যেই তাঁর বাংলা প্র্যাক্টিসে হাজিরা নিয়ে গুঞ্জন চালু হয়েছে। যদিও তা উড়িয়ে দিয়ে সৌরভ জানালেন, স্রেফ নিজেকে ফিট রাখতেই তাঁর আসা। |