আই লিগের সফলতম কোচ ডেম্পোর আর্মান্দো কোলাসো। একবার, দু’বার নয়, পাঁচ-পাঁচবার ডেম্পোকে আই লিগ চ্যাম্পিয়ন করেছেন তিনি। তবু, ইস্টবেঙ্গলের কোচ ট্রেভর জেমস মর্গ্যানের বিরুদ্ধে চূড়ান্ত অসফল গোয়ান কোচ। মর্গ্যান বনাম কোলাসোর লড়াইয়ে এখনও পর্যন্ত ৫-১ এগিয়ে লাল-হলুদের ব্রিটিশ কোচই। তবে এ বার পাল্টা জবাব দিতে চান কোলাসো। যার সুযোগ তিনি পাচ্ছেন শনিবার যুবভারতীতে।
বুধবার অনুশীলনের শেষে ডেম্পো কোচ অবশ্য স্বীকার করলেন, “পরিসংখ্যান অনুযায়ী শেষ ক’বছরে আমাদের তুলনায় ইস্টবেঙ্গলই এগিয়ে রয়েছে। তবে এ বার আমরা সেই মিথ ভাঙব।”
মর্গ্যানের কোচিংয়ে ইস্টবেঙ্গল মোট সাতবার ডেম্পোর মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাঁচবারই জয় পেয়েছেন মেহতাবরা। এর মধ্যে তিনটে আবার অ্যাওয়ে ম্যাচ ছিল। সেখানে ডেম্পো জিতেছে মাত্র একবার। শুধু মর্গ্যানের কোচিংয়ে নয়, দশ বছরের পরিসংখ্যান অনুযায়ীও এগিয়ে ইস্টবেঙ্গলই। এই দু’দলের ২০টি লড়াইয়ে ৯বার জয়ের স্বাদ পেয়েছ ইস্টবেঙ্গল। ৫টি জিতেছে ডেম্পো। বাকি ৬টি ম্যাচ ড্র।
সেই পরিসংখ্যান বদলানোর লক্ষ্য নিয়েই শনিবার যুবভারতীতে নামবে ডেম্পো। দলে সে ভাবে চোটআঘাত সমস্যা নেই। তবে, পুরো ফিট নন বলে ডেম্পোর বিদেশি সেন্টার ব্যাক স্টিফেন ওফেই’কে দলের সঙ্গে আনা হয়নি। সুয়েকা, কোকো আর রোহন রিকেটস-ই হতে চলেছেন ওপারা, পেন, চিডি-র ‘জবাব’। এ দিকে, শনিবারের ম্যাচটিকে অনেকেই বলছেন, ডেম্পোর কাছে ফেড কাপ ফাইনালের বদলার ম্যাচ। যেটা মানতে নারাজ স্বয়ং ডেম্পো কোচ। কোলাসো সাফ বললেন, “বদলার ম্যাচ হিসেবে আমি দেখছি না। নিঃসন্দেহে ম্যাচটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর শনিবার আমরা পুরো তিন পয়েন্টই চাই।” ম্যাচের চার দিন আগেই দল নিয়ে সিকিম থেকে সোজা কলকাতায় চলে এসেছেন কোলাসো। ফুটবলাররা যাতে আগে থেকে মানিয়ে নেওয়ার সুযোগ পান। ডেম্পোর সাফল্যের অন্যতম কারিগর নিঃসন্দেহে আর্মান্দো কোলাসো। এত দিন কোলাসোর বড় অস্ত্র ছিলেন র্যান্টি। সেই র্যান্টি এখন কলকাতার অন্যতম প্রধান দল প্রয়াগ ইউনাইটেডে। কলকাতায় আসার পর র্যান্টি প্রসঙ্গ উঠতেই সতর্ক ডেম্পো কোচ। বললেন, “র্যান্টিকে মিস করব কেন? পেশাদার ফুটবলাররা এক দল থেকে অন্য দলে যাবে এটাই তো স্বাভাবিক ঘটনা। র্যান্টির উপর ডেম্পো নির্ভর করে না।” মুখে যাই বলুন না কেন, হাবেভাবে যেন মনে হল, র্যান্টিকে হারানোর হতাশাটা থেকেই গিয়েছে পাঁচবারের আই লিগ চ্যাম্পিয়ন দলের কোচের! |