হরভজনকে রেখেই দিল মুম্বই ইন্ডিয়ান্স
দিনভর জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আইপিএল সিক্সের জন্য হরভজন সিংহকে রেখেই দিল মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার সন্ধে থেকে ভারতীয় ক্রিকেটমহলে জল্পনা চলছিল, নতুন নিলামের জন্য বেশি টাকা হাতে রাখতে তাদের অধিনায়ককেই ছেড়ে দেবে মুম্বই। তবে ৩১ অক্টোবরের ডেডলাইন শেষ হওয়ার আগে যা খবর, তাতে আইপিএল সিক্সেও মুম্বইয়েই থাকছেন হরভজন।
২০১১ সালে মুম্বইকে তাদের একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি এনে দেওয়া অধিনায়ক হরভজনকে ছেড়ে দিলে নতুন নিলামে প্রচুর টাকা নিয়ে হাজির থাকতে পারতেন নীতা অম্বানীরা। কিন্তু বুধবার সারা দিন বৈঠকের পরে শেষমেশ হরভজনকে রেখে দেওয়ার সিদ্ধান্তই নেয় মুম্বই কর্তৃপক্ষ। গত বার দলকে চ্যাম্পিয়ন করার পরে এ বারের চ্যাম্পিয়ন্স লিগে একেবারেই ছন্দে ছিলেন না হরভজন। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় একটাও ম্যাচ জিততে পারেনি মুম্বই। আইপিএলের প্রথম সংস্করণ থেকেই মুম্বই জার্সিতে হরভজন। সব মিলিয়ে ৭৭ ম্যাচে ৬৬ উইকেট তাঁর।
তবে নতুন আইপিএল মরসুমের আগে কিংস ইলেভেন পঞ্জাব ছেড়ে দিচ্ছে ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডকে। আইপিএল ফোরের আগে ব্রডকে কেনে পঞ্জাব। কিন্তু ফ্র্যাঞ্চাইজির হয়ে একটা ম্যাচও খেলেননি তিনি। পঞ্জাবের তরফ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের প্রতি দায়বদ্ধতার জন্য আইপিএল সিক্সেও বেশির ভাগ ম্যাচে ব্রডকে পাওয়া যাবে না। সে জন্যই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রড ছাড়াও আরও ছ’জন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে পঞ্জাব। এঁরা হলেন অভিষেক নায়ার, রমেশ পওয়ার, নাথান রেমিংটন, জেমস ফকনার, পারস ডোগরা এবং বিক্রমজিৎ মালিক। ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় ব্রড ছাড়া বড় নাম বলতে জোহান বোথা। ২০১২-এ নেওয়া দক্ষিণ আফ্রিকান স্পিনারকে ছেড়ে দিল রাজস্থান রয়্যালস। রাজস্থান কর্তৃপক্ষের বক্তব্য, বেশি টাকা দিয়ে কেনা বোথাকে যথেষ্ট ম্যাচ খেলানো সম্ভব হচ্ছে না। এ ছাড়া রাজস্থান ছেড়ে দিচ্ছে পল কলিংউড, দীনেশ চণ্ডীমল, তরুণ অস্ট্রেলীয় পেসার অ্যালিস্টার ম্যাকডার্মট। সব মিলিয়ে পনেরোজনকে ছেড়ে দিচ্ছে রাজস্থান।
পুণে ওয়ারিয়র্স অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া পরের মরসুমে পুণে ছেড়ে দিচ্ছে জেসি রাইডার-সহ আরও পাঁচ ক্রিকেটারকে। তাঁদের নাম সরকারি ভাবে ঘোষণা না হলেও মনে করা হচ্ছে, তিন বিদেশি এবং দু’জন ভারতীয়কে ছেড়ে দিচ্ছে পুণে। চার ভারতীয় ক্রিকেটার ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এঁরা হলেনজয়দেব উনাদকট, চিরাগ জানি, ইরেশ সাক্সেনা এবং সঞ্জু স্যামসন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.