টুকরো খবর
দু’সপ্তাহ মাঠের বাইরে টোলগে
টোলগের চোট। বুধবারই এমআরআই রিপোর্ট হাতে পেয়েছেন তিনি। ক্লাব সূত্রে খবর, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে তাঁকে। হাঁটুর চোট সারিয়ে দ্রুত মাঠে ফেরার জন্য আপাতত ফিজিওথেরাপি চলছে। এ দিকে, কলকাতা লিগে বৃহস্পতিবার কালীঘাট ম্যাচে ম্যারাথন আই লিগের কথা ভেবে ওডাফা এবং ইচেকে বিশ্রাম দিতে পারেন মোহনবাগানের সহকারী কোচ। সে ক্ষেত্রে এক মাত্র বিদেশি স্ট্যানলির গোলের জন্য মরিয়া মানসিকতাকে সম্বল করেই জয়ের সিঁড়িতে উঠতে চাইছে বাগান। মৃদুল বন্দ্যোপাধ্যায়ের অবশ্য দাবি, “এখনও প্রথম এগারো ঠিক করিনি। সকালেই সিদ্ধান্ত নেব।” বোঝা গেল, সন্তোষ কাশ্যপের মতো আগেই অতিরিক্ত কথা বলার দিকে হাঁটতে চাইছেন না। উল্টে পারফরম্যান্স করেই যাবতীয় উত্তর দিতে চাইছেন করিম বেঞ্চারিফার সহকারী। আই লিগে রবিবার স্পোর্টিং ক্লুব দ্য গোয়া ম্যাচের আগে ভারতীয় ফুটবলারদের একবার ঝালিয়ে নিতে চাইছেন মৃদুল। বুধবার অনুশীলনের পরে বলছিলেন, “দলটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল। এয়ার ইন্ডিয়া ম্যাচ জেতার পরে এখন পরিস্থিতি কিছুটা বদলেছে। আসলে যত জিতব, ততই আত্মবিশ্বাস বাড়বে ফুটবলারদের।”
বৃহস্পতিবারে কলকাতা লিগ- মোহনবাগান: কালীঘাট (যুবভারতী, ২-০০)


বোর্ডের সেরা ক্রিকেটার বিরাট
সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এক সময় যে পুরস্কার পেয়েছেন, তা এ বার পেতে চলেছেন বিরাট কোহলিও। ২১ নভেম্বর মুম্বইয়ে বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে পলি উম্রিগড় ট্রফি পাবেন বিরাট। আজীবনের স্বীকৃতি হিসেবে কিংবদন্তি সুনীল গাওস্করকে কর্নেল সি কে নাইডু পুরস্কার দিচ্ছে বোর্ড। গত মরসুমে সাত টেস্টে ৬২৭ রান করেন বিরাট। দু’টো সেঞ্চুরি সমেত। গড় ৫২.২৫। একই অনুষ্ঠানে বিশেষ ভাবে সম্মানিত হবেন সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ। সচিনকে সম্মান জানানো হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শততম সেঞ্চুরি জন্য। লক্ষ্মণ আবার এ বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই কারণে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।

করিম মরক্কোয়, আজ গোয়ায় বুথ
মঙ্গলবার গোয়া ছেড়েছেন করিম বেঞ্চারিফা। অসুস্থ বাবাকে দেখতে মরক্কো গিয়েছেন। করিম গোয়া ছাড়ার দু’দিন পর বৃহস্পতিবারই সেখানে চলে আসছেন সালগাওকরের নতুন কোচ ডেভিড বুথ। দলের দায়িত্ব বুঝে নেবেন শুক্রবার। বুথ কাজ শুরু করে দিতে চললেও সালগাওকরের সঙ্গে চুক্তির কারণে এখনই মোহনবাগানে যোগ দিতে পারছেন না করিম। যদিও সালগাওকর ক্লাব সূত্রের খবর, মরক্কো থেকে আর গোয়া না ফিরে একেবারে কলকাতাতেই চলে আসবেন পালতোলা নৌকোর নতুন মাঝি। বুথ আর করিমের মুখোমুখি হওয়া এড়াতেই নাকি এই ব্যবস্থা সালগাওকর কর্তাদের। ১৮ নভেম্বর থেকে ওডাফা-টোলগেদের দায়িত্ব নেওয়ার কথা করিমের।

সৌরভ-রাইট জুটিকে নিয়ে জল্পনা
‘শেষ হইয়াও হইল না শেষ’? সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি আইপিএলের সংসারে আরও একবার দেখা যেতে পারে? শোনা যাচ্ছে, জন রাইট-সৌরভকে জুটি হিসাবে পেতে আগ্রহী আইপিএলের এক ফ্রাঞ্চাইজি। জল্পনা চলছে, সেই ফ্রাঞ্চাইজি হতে পারে সান টিভি। সে ক্ষেত্রে রাইট হয়তো কোচ থাকবেন, দলের দায়িত্ব নেবেন সৌরভ। তবে প্লেয়ার হিসাবে নয়, প্রধানত মেন্টর কাম পরামর্শদাতা হিসাবে দেখা যেতে পারে তাঁকে। তবে চূড়ান্ত কিছুই হয়নি। এই নিয়ে জল্পনা চললেও এখনও কোনও সমর্থন পাওয়া যায়নি। তবে পুণে ওয়ারিয়র্সের সঙ্গে কোনও স্তরেই সম্পর্ক থাকছে না প্রাক্তন ভারত অধিনায়কের।

মামলায় হার মোদীর
প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ক্রিস কেয়ার্নসের বিরুদ্ধে আইনি লড়াইয়ে হেরে গেলেন ললিত মোদী। প্রাক্তন আইপিএল কমিশনারের বিরুদ্ধে চলতি বছরের শুরুর দিকে নব্বই হাজার পাউন্ডের মানহানির মামলা ঠুকেছিলেন কেয়ার্নস। কারণ মোদী ম্যাচ গড়াপেটায় কেয়ার্নসের নাম জড়িয়ে দিয়েছিলেন। কেয়ার্নসের আনা মামলা খারিজ করে দেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন মোদী। এ দিন সেই আবেদন খারিজ হয়ে যায়। প্রসঙ্গত, ২০০৭ এবং ২০০৮ সালে বিদ্রোহী আইসিএলে চণ্ডীগড় লায়ন্সের হয়ে খেলেছিলেন কেয়ার্নস। ওই টুর্নামেন্টেই তিনি ম্যাচ গড়াপেটা করেছিলেন বলে অভিযোগ করেন মোদী।

ডেভিসে চোখ বেকারের
জার্মানির ডেভিস কাপ দলের নন প্লেয়িং অধিনায়ক হতে চান বলে এ দিন জানিয়ে দিলেন বরিস বেকার। বর্তমান অধিনায়ক প্যাট্রিক কুয়েনেন এ দিনই জানিয়েছেন, ২০১৩ থেকে তিনি সরে দাঁড়াবেন। “চূড়ান্ত কিছু বলার আগে প্যাট্রিকের সঙ্গে কথা বলব,” বলেছেন ৪৪ বছরের বেকার। ১৯৮৫ সালে মাত্র সতেরো বছরে যিনি উইম্বলডন জিতে চমক এনেছিলেন। টেনিসজীবনে ছ’টা গ্র্যান্ড স্ল্যাম খেতাব আছে বেকারের। বর্তমানে জার্মানির সেরা টেনিস খেলোয়াড় ফিলিপ কোলস্ক্রাইবারের সঙ্গে বছরের শুরুর দিকে প্রকাশ্যে ঝামেলা হয় প্যাট্রিকের। এ দিন ইমেল মারফত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে প্যাট্রিক বলেছেন, “টেনিস সংস্থার কাছ থেকে সমর্থনই পাচ্ছি না।”

এ বার কুস্তির আখড়ায় রাহুল
ভারতের ‘ইউথ আইকন’ রাহুল গাঁধী বুধবার সকালে হঠাৎই উত্তর দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে হাজির হন কুস্তিগীরদের উৎসাহ দিতে। স্টেডিয়ামে তখন অনুশীলন করছিলেন লন্ডন অলিম্পিকে পদকজয়ী দুই কুস্তিগীর সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত। কোচ সতপাল এবং সুশীলদের রাহুল জানিয়ে দেন, ২০১৬ রিও অলিম্পিকে কুস্তি থেকে আরও পদক আনতে সরকার তো আর্থিক সাহায্য দেবেই, তিনি নিজেও আর্থিক মদত দিতে চান। ১৯৮২ এশিয়াডে যখন সোনা জিতেছিলেন সতপাল, তখন তাঁর গুরু হনুমানের আখড়ায় এসে সতপালের সঙ্গে ঘণ্টাখানেক কাটিয়ে গিয়েছিলেন রাহুলের বাবা রাজীব গাঁধী। সতপালদের আর্থিক সাহায্যও করেছিলেন। শুধু তাই নয়, ইন্দিরা গাঁধিও অনেক বার সতপালদের আখাড়ায় এসেছিলেন। এ দিন সুশীলকে সঙ্গে নিয়ে রাহুল দেখা করলেন স্টেডিয়ামে অনুশীলন করতে আসা ফুটবলার-সহ অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে। সুশীলের কাছ থেকে জেনে নিলেন কুস্তির বিভিন্ন প্যাঁচের খুটিনাটি।

চিন ওপেনে নেই সাইনা
মেয়েদের বিশ্ব ব্যাডমিন্টন এক রকম ‘সায়না বনাম চায়না’ হলেও চিন ওপেনেই সাইনা নেহওয়াল এ বার খেলছেন না। বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ মেয়ের চার জনই চিনের। সাইনার আগে-পরে দু’জন করে। বিশ্বের তিন নম্বর ভারতীয় ব্যাডমিন্টন তারকা ডেনমার্ক ওপেন চ্যাম্পিয়ন এবং ফরাসি ওপেন রানার্স হয়ে ফিরে বলেছেন, “ইউরোপ সফরটা খুব ভাল গেলেও ওখানে দ্বিতীয় সুপার সিরিজে আমার ডান হাঁটুর পুরনো ব্যথাটা আবার হয়েছে। আমার সাপোর্ট স্টাফের অন্যতম কিরণ ওর ফিজিওথেরাপিতে আমাকে সুস্থ করে তুললেও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিন ওপেনে খেলার ঝুঁকি নিচ্ছি না আমি। সামনে নতুন বছরের পুরো মরসুম পড়ে আছে।” অলিম্পিক ব্রোঞ্জজয়ী সাইনা লন্ডন থেকে ফিরেও দুটো টুর্নামেন্টে বিশ্রাম নিয়েছিলেন। দু’মাস পর দু’টো টুর্নামেন্ট খেলে ফের বিশ্রামে চলে যাচ্ছেন তিনি।

ফোর্স ইন্ডিয়া ছেড়ে হুল্কেনবার্গ স্যবারে
গুঞ্জনটা নয়ডার বুদ্ধ আন্তার্জাতিক সার্কিটে ভারতের দ্বিতীয় ফর্মুলা ওয়ান রেস চলার সময় থেকেই ছিল। এ দিন সব্যবার দল এবং নিকো হুল্কোনবার্গ সরকারি বিবৃতিতে জানিয়ে দিলেন, পরের মরসুমে জার্মান চালক সহারা ফোর্স ইন্ডিয়া ছেড়ে স্যবারে চলে যাচ্ছেন। ভারতীয় রেসে বিজয় মাল্যর দলকে চার পয়েন্ট এনে দেওয়া চালকের সঙ্গে ২০১৩ মরসুমের জন্য চুক্তি হয়েছে স্যবারের। তবে ভারতীয় বংশোদ্ভূত টিম প্রধান মণীষা ক্যালটেনবর্ন এখনও পরের মরসুমের দ্বিতীয় চালক চূড়ান্ত করেননি। এ দিন প্রকাশিত বিবৃতিতে হুল্কেনবার্গ বলেছেন, “স্যবার এমন একটা লড়াকু দল যেখানে নতুন চালকেরা ধারাবাহিক ভাল করছে। ওদের ব্যাটনটা তুলে নিতে চাই।” নির্মাতাদের চ্যাম্পিয়নশিপে এই স্যবার দলকেই তাড়া করছে ফোর্স ইন্ডিয়া। অন্য দিকে, হুল্কেনবার্গ চলে যাওয়ায় আগামী মরসুমে ফোর্স ইন্ডিয়ায় পল ডি’রেস্টার সঙ্গী কে হবেন তা জমেছে নতুন জল্পনা। যে নামগুলো নিয়ে চর্চা চলছে, তাতে আছে ভারতীয় দলের প্রাক্তন চালক আদ্রিয়ান সুটিলের নামটা। সুটিলের জায়গাতেই ফোর্স ইন্ডিয়ায় এসেছিলেন হুল্কেনবার্গ। ভারতীয় রেসে চলাকালীন হুল্কেনবার্গের বিকল্প নিয়ে এক প্রশ্নের উত্তরে ফোর্স ইন্ডিয়া প্রধান বিজয় মাল্য বলেছিলেন, “মনে রাখবেন, আমরা কিন্তু সুটিলকে ফেরাতেই পারি।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.