উত্তরবঙ্গ |
নদীখাত বদলে ভাঙছে তোর্সা
|
|
অরিন্দম সাহা, কোচবিহার: তিন দশক আগের পুরনো খাত থেকে তোর্সা গ্রামের দক্ষিণ দিকে কয়েক কিমি সরে গিয়েছিল। গত বছর থেকে খাত বদলে ফের পুরনো খাতের দিকে নদীর প্রবাহ শুরু হয়। এবার ওই পুরনো খাতই হয়ে উঠেছে তোর্সার মূল প্রবাহ পথ। ফলে জল নামতে শুরু করতেই ভাঙনে বিপন্ন হয়ে পড়েছে কোচবিহারের মধুপুর গ্রাম পঞ্চায়েতের কচুবন ও লাগোয়া বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে নদী লাগোয়া এলাকার বাসিন্দাদের অনেকে বাড়ির সামগ্রী সরিয়ে নিচ্ছেন। গাছগাছালি কেটে নিচ্ছেন অনেকে। |
|
নিজস্ব সংবাদদাতা, চাঁচল: ফুলহারের প্রবল তোড়ে তলিয়ে গেল নবনির্মিত বাঁধের ৩টি স্পার। সোমবার রাতে মালদহের রতুয়ার দেবীপুরে ওই স্পার তলিয়ে যাওয়ার পর মঙ্গলবার জেলা প্রশাসনের নির্দেশে এলাকায় কাজ দেখতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন সেচ দফতরের কর্তার। ভাঙন রোধের কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলে প্রায় ঘন্টাখানেক ধরে নির্বাহী বাস্তুকার সহ দফতরের ৫ কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। |
স্পার ভাঙল
ফুলহার নদী |
|
চার দিন বিদ্যুৎহীন
ভালুকা, ভাঙচুর |
টোল কমাতে
ধর্মঘটের হুমকি |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
অগস্টেই শিলিগুড়িতে
উদ্বোধন করা হবে
পুলিশ কমিশনারেট |
কিশোর সাহা, শিলিগুড়ি: এ বার শিলিগুড়িতে পুলিশ কমিশনারেট করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি সাপেক্ষে ঠিক হয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ৩ অগস্ট শিলিগুড়িতে পুলিশ কমিশনারেট উদ্বোধন হবে। ক্ষমতায় আসার পরে তৃণমূল জোট সরকার রাজ্যে ইতিমধ্যেই হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর এবং আসানসোল-দুর্গাপুরে পুলিশ কমিশনারেট করেছে। |
|
নিজস্ব প্রতিবেদন: বৃষ্টি থামায় তরাই ও ডুয়ার্সে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পাহাড়ে ধস নামার বিরাম নেই। মঙ্গলবার সকালে সিকিমগামী ৩১ (এ) জাতীয় সড়কের তারখোলার কাছে দশ মাইলে ধস নেমে বন্ধ হয়ে যান চলাচল। তার জেরে বিপাকে পড়েন পর্যটক এবং নিত্যযাত্রীরা। পণ্য পরিবহণও ব্যাহত হয়। অন্য দিকে, ফুলহারে জল বাড়তে থাকায় সেখানেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ দিন সেখানে জলের তোড়ে তিনটি স্পার উড়ে যায়। |
ধসে দুর্ভোগ পাহাড়ে |
|
নিকাশি বেহাল,
ক্ষোভ ডিমডিমায় |
|
|
খাত খুঁড়ল সেচবিভাগ |
ভূকম্পের ভয়, পালাতে গিয়ে জখম |
|
বাসের যাত্রাপথ
সম্প্রসারণের দাবি |
জিটিএ ভোট
থেকে সরছে তৃণমূল |
|
ত্রাণে নেই শিশু-খাদ্য |
টুকরো খবর |
|
|
|
|