মিড ডে মিলের রান্নার সময় গ্যাস সিলিণ্ডার থেকে বিকট আওয়াজ হতে থাকায় আতঙ্কিত ছাত্রীরা হুড়োহুড়ি করে পালাতে গিয়ে জখম হল ১ জন। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়। ছাত্রীদের অবস্থা দেখে ইউনিট টেস্ট বাতিল করে এদিন স্কুল অর্ধেক বেলার জন্য ছুটি দিয়ে দেন কর্তৃপক্ষ। একজন শিক্ষিকা ওই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন। স্কুলের প্রধান শিক্ষিকা রীতা সেনগুপ্ত বলেন, “হাওয়ার জন্য গ্যাস সিলিণ্ডার থেকে জোরে জোরে কয়েকটা আওয়াজ হয়। তাতেই ভূমিকম্পের ভয় পেয়ে ছাত্রীরা ক্লাসের বাইরে বেরিয়ে আসে। নবম শ্রেণির এক ছাত্রী সামান্য চোট পেয়েছিল। তাঁকে বাড়িতে পাঠানো হয়েছে। সে এখন সুস্থ আছে।” স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন থেকে স্কুলে ইউনিট টেস্ট শুরু হয়। প্রথম বেলায় পঞ্চম, সপ্তম এবং নবম শ্রেণি ইউনিট টেস্ট ছিল। দ্বিতীয় বেলায় ষষ্ঠ এবং অস্টম শ্রেণির পরীক্ষা ছিল। সকালে পরীক্ষা শুরু হয়। সেই সঙ্গে চলতে মিডডে মিলের খাওয়নোর তোড়জোর। স্কুল কর্তৃপক্ষ জানান, রান্না ঘরে জল ঢুকে যায় পঞ্চম শ্রেণির পাশে একটি জায়গায় রান্না চলছিল। সেই সময় হঠাৎ আগুনের গতি বেড়ে যায়। উনুনের দুই পাশে দেওয়াল থাকায় বাতাস সেখান দিয়ে ঠিকমতো চলাচল করতে না পারায় বিকট আওয়াজ শুরু হয়। ছাত্রীরা ভূমিকম্পের ভয় পেয়ে ক্লাস থেকে ছুটে বেরিয়ে যেতে থাকে। দোতলার ঘরেও কয়েকটি ক্লাস চলছিল। তাঁরাও হুড়োহুড়ি করে বাইরে বেরিতে থাকলে সিঁড়িতে পড়ে নবম শ্রেণির এক ছাত্রী চোট পায়। ক্লাসে থাকা শিক্ষিকাও আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে যান। পঞ্চম শ্রেণির ছাত্রী রিমা দাস, সপ্তম শ্রেণির পম্পা বর্মনরা জানান, সবে পরীক্ষা শুরু হয়েছিল। তাঁরা উত্তরপত্রে লিখতে শুরু করেন সেই সময় বিকট আওয়াজ হয়। তাঁরা বলেন, “আমরা ভাবি ভূমিকম্প শুরু হয়েছে। ভয়ে বাইরে বেরিয়ে আসি। পরে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।” অভিভাবকদের অভিযোগ, মিডডে মিলের রান্নার জন্য যে ছোট জায়গা বেছে নেওয়া হয়েছিল, সেটা খুব সঙ্কীর্ণ জায়গা। তাঁরা বলেন, ‘‘সেখান থেকে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে রান্না করা ঠিক নয়। পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন।” প্রধান শিক্ষিকা জানিয়েছেন, যেখানে রান্না হয় সেই জায়গায় বৃষ্টির জন্য জল উঠেছে। ফলে অন্য একটি জায়গায় রান্না করা হয়। তিনি বলেন, “মিডডে মিলের জন্য নতুন রান্না ঘর তৈরি করা হচ্ছে।” পরে দ্বিতীয় বেলায় ষষ্ঠ ও অষ্টম শ্রেণির পরীক্ষা হয়ে বলে তিনি জানান। সম্প্রতি শিলিগুড়ির হিন্দি বালিকা বিদ্যালয়ে ছাদের চাঙর খসে পড়ার আওয়াজে ভয় পেয়ে হুড়োহুড়ি করে তিন তলা, দোতলার ক্লাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন ছাত্রী জখম হয়। ৬ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। |