২৬ অগস্টে ফের পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
দুর্নীতির অভিযোগে বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার প্যানেল বাতিল করে দিয়েছিল বতর্মান রাজ্য সরকার। বাতিল হওয়া সেই নিয়োগের পরীক্ষা ২৬ অগস্ট নেওয়ার কথা মঙ্গলবার ঘোষণা করল মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। এই ঘোষণার পরেই ডিওয়াইএফ সংসদ দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেছে। সংগঠনের ইংরেজবাজার জোনাল সম্পাদক গৌতম দাস বলেন, “এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাব। সংসদের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা পুনরায় পরীক্ষার বিরোধিতা করলেও সংসদ চেয়ারম্যান কথা শোনেননি। সংসদের চেয়ারম্যান, কংগ্রেস, তৃণমূল সদস্যরা অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন।” সংসদের চেয়ারম্যান রামপ্রবেশ মণ্ডল বলেন, “চার জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সরকার ২১ জুন মালদহ-সহ চার জেলার নিয়োগ প্যানেল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। সংসদ সূত্রে জানা গিয়েছে, জেলার ১৩৩১টি প্রাথমিক শিক্ষকের শূন্যপদে ২০১০ সালে ৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার খাতা দেখার পর মৌখিকের জন্য প্যানেলও তৈরি হয়। তৎকালীন সংসদ চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়ায় প্রক্রিয়াটি থমকে যায়। সরকার বদলের পর নতুন চেয়ারম্যান হন রামপ্রবেশ মন্ডল। তিনি জানান, নিয়োগের প্যানেলে প্রচুর অসঙ্গতি ছিল। রাজ্য প্রাথমিক শিক্ষা দফতরে রিপোর্ট দেওয়া হয়। কলকাতায় রাজ্যের সমস্ত জেলার সংসদের চেয়ারম্যানদের বৈঠকে বিষয়টি ওঠে। এরপরই রাজ্যে আরও তিন জেলার সঙ্গে মালদহ নিয়োগ বাতিল করার নিদের্শ জারি করা হয়। তিনি বলেন, “স্বচ্ছভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চাই আমরা। যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন।” |
সময়সীমা বাড়ল
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নির্দেশে স্নাতক বর্ষে ভর্তির সময়সীমা বাড়িয়ে দিল ইসলামপুর কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে ফের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। আগামী ২৩ জুলাই পর্যন্ত ভর্তি চলবে। কলেজ সূত্রে জানা গিয়েছে, ৯ জুলাই থেকে কলেজে ভর্তি শুরু হয়েছিল। গত শুক্রবার ভর্তি প্রক্রিয়ার শেষ দিন ছিল। বহু ছাত্রছাত্রী ওই কলেজে ভর্তি পারেনননি বলে অভিযোগ তুলে আন্দোলনে নামে ছাত্র পরিষদ। অধ্যক্ষ উতথ্য বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। অধ্যক্ষ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতায় নিয়ে যাওয়া হয়। |
মারধরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
টিএমসিপি সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে ছাত্র পরিষদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ কলেজে ঘটনাটি ঘটে। টিএমসিপির নেতারা জানান, ওই ঘটনায় জখম হয়েছেন কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা তৃতীয় বর্ষের ছাত্র গৌরব সান্যাল এবং দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা কুণ্ডু। টিএমসিপির জেলা পর্যবেক্ষক প্রিয়ব্রত দুবে জানান, আমাদের সংগঠনের সমর্থকরা পড়ুয়াদের ভর্তির ফর্ম পূরণের কাজে সহযোগিতা করছিলেন। সেই সময় ছাত্র পরিষদ সমর্থকরা হামলা করে। |
উত্তর দিনাজপুরের করণদিঘির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে সেই ভিডিও এমএমএস ও ইন্টারনেটে ছ়ড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার দুপুর থেকে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ‘সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি’ নামে একটি মঞ্চ তৈরি করে আন্দোলনে নেমেছেন তাঁরা। এ দিন তাঁরা একটি মিছিল করেন। |