উত্তরবঙ্গ |
আসন কম, ভর্তি
অনিশ্চিত স্নাতকে
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: মালদহ জেলার উচ্চ মাধ্যমিক পাশ করা সাড়ে পাঁচ হাজার ছাত্রছাত্রীর কলেজে
ভর্তি নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে বুধবার জেলাশাসক জেলার সমস্ত কলেজ কর্তৃপক্ষগুলির
সঙ্গে বৈঠক করেছেন। জেলাশাসক বলেন, “উচ্চমাধ্যমিকে জেলায় যে সংখ্যক ছাত্রছাত্রী পাশ করেছেন, সেই
তুলনায় জেলার ১১ টি কলেজে আসন নেই। ওই ছাত্রছাত্রীদের ভর্তির যাতে সমস্যা না হয় তা দেখা হচ্ছে।” |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: রুটিন করে পড়াশোনা করতেন না তিনি। তবে সকালে আড়াই ঘণ্টা ও সন্ধ্যায় আরও ৪-৫ ঘণ্টা করে পড়াশোনা করতেন রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র পল্লব সিংহ। তার বাইরে প্রতিদিন স্কুলে যাওয়া এবং বিকালে ৭ জন গৃহশিক্ষকের কাছে টিউশন নেওয়া রয়েছে। এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি ৪৬৭ পেয়েছেন। মেধা তালিকায় তাঁর স্থান দশম। সোমবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পরে পল্লবকে ঘিরে তাই করোনেশন স্কুলে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। |
ভাল ডাক্তার
হতে চান পল্লব |
|
উজ্জ্বল ঘর-হারা শুভাশিস |
পঞ্চম, জেলা মজে বিশালে |
|
বাঁশ দিয়ে মারধরে নিহত বধূ |
অনিয়মের অভিযোগ |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
নির্বাচনে হার মানেই বিপর্যয় নয় |
|
কিশোর সাহা, শিলিগুড়ি: দু’জনে দুই পৃথিবীর মানুষ। একজন আরব সাগরের তীরে মুম্বইয়ে। অন্য জন কলকাতার সরকারি হাউজিং এস্টেটের ছোট্ট ফ্ল্যাটে। অথচ দু’জনের অনেক কিছুর মধ্যে ‘অদ্ভুত মিল’ দেখতে পাচ্ছেন দার্জিলিং জেলা সিপিএমের জনপ্রতিনিধিরা। দু’জনেই যে পরাজয়কে বিপর্যয় বলে ভাবেন না। একজনের মুখে শোনা গিয়েছিল, ‘কভি কভি কুছ জিতনে কে লিয়ে হারনা পরতা হ্যায়, আউর হারকে জিতনেওয়ালে কো বাজিগর কহেতে হ্যায়।’ |
|
নিলয় দাস, ধূপগুড়ি: টিকিট না-পেয়ে নেতা-নেত্রীদের একাংশের অন্য দলের প্রতীকে দাঁড়িয়ে পড়াটা যে তাঁরা পছন্দ করেননি, সে কথাই হয়তো ধূপগুড়ি পুর এলাকার সিংহভাগ বাসিন্দা বুঝিয়ে দিলেন। যেমন, বিকাশ মুস্তাফি। তৃণমূলের টিকিট না পেয়ে তিনি দল পাল্টে ১৪ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে যান। পুরভোটে জোট রাজনীতির ছন্দপতনের সেটিও ছিল একটি কারণ। তৃণমূল নেতৃত্ব পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ৪টি আসন কংগ্রেসকে ছেড়ে দিতে রাজি হলেও জেলা কংগ্রেস নেতৃত্ব দলে সদ্য যোগ দেওয়া বিকাশবাবুকে প্রার্থী করায় জটিলতার সৃষ্টি হয়। |
নির্ণায়ক সেই
ভোটদাতারাই |
|
ভর্তিতে ময়দানে
টিএমসিপি |
অনশনে হুমকি
অনিচ্ছুকদের |
|
দাগাপুরে যুবকের অপমৃত্যু |
টুকরো খবর |
|
|