বারবিশা রুটে চলাচল নিয়ে ছোট গাড়ির মালিকদের দুই গোষ্ঠীর মধ্যে বচসা ও মারপিটের জেরে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার মনোজিৎ নাগ বাস টার্মিনাসে। ওই ঘটনায় দু’পক্ষের ২ জন জখম হয়েছেন। তাঁদের আলিপুরদুয়ার মহকুমা হাসপাতলে ভর্তি করানো হয়েছে। গোলমালের পরে এ দিন আলিপুরদুয়ার-বারবিশা রুটে ছোট গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আলিপুরদুয়ার মহকুমার পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর বলেন, “ছোট গাড়ির মালিকদের দুই গোষ্ঠীর মধ্যে গোলমালের জেরে দু’জন জখম হয়েছে। উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” ছোট গাড়ির মালিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, বারবিশা-আলিপুরদুয়ার রুটে ৪০টি গাড়ি চলে। প্রত্যেকে ম্যাক্সি কাব ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে ছিলেন। কয়েকদিন আগে কয়েকজন গাড়ি মালিক ওই সংগঠন থেকে বার হয়ে পৃথক সংগঠন তৈরি করে। অভিযোগ, ওই রুটে দুর্ঘটনা এড়াতে নিয়ম করে কিছুক্ষণ পরপর গাড়ি চালানো হয়। নতুন সংগঠনটি নিয়ম মানছে না। ম্যাক্সি কাব ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আলিপুরদুয়ারের সম্পাদক বাপি দাস বলেন, “এ দিন গাড়ির লাইনের পাশে অন্য সংগঠন থেকে গাড়ি লাগানোয় টাইম কিপারের সঙ্গে প্রথমে বচসা ও পরে মারপিট শুরু হয়। টাইমকিপার টোটন দাস জখম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” ওই অভিযোগ অস্বীকার করেছেন আলিপুরদুয়ার থ্রি হুইলার্স টু হুইলার্স ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপকুমার দাস। তিনি পাল্টা অভিযোগ করেন, তাঁদের সংগঠনকে সহ্য করতে পারছে না ম্যাক্সি কাব ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তারা। প্রতিদিন বিভিন্ন অছিলায় ঝামেলা করছে। এ দিন সকালে ওই সংগঠনের টাইম কিপার পার্থ মজুমদার নামে এক গাড়ি মালিকের উপরে হামলা চালায়। পার্থবাবুকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
নেই শেড, নিকাশি, জলের ব্যবস্থা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নীচে চলছে বিকিকিনি। আলিপুরদুয়ার ১ ব্লকের চকোয়াখেতি নাথুয়াটারি হাটের ওই বেহাল দশায় স্থানীয়রা ক্ষুব্ধ। হাটে শেড তৈরির দাবি তুলেছেন তাঁরা। সমস্যার কথা স্বীকার করে বিডিও প্রদীপ্ত ভগত বলেন, “ওই হাটে শেড, শৌচালয়, জলের ব্যবস্থা জরুরি। নাথুয়াটরি হাট কমিটির তরফে আবেদন করা হলে উদ্যোগ নেওয়া হবে।” নাথুয়াটারি এলাকায় হাট বসে বুধ ও শুক্রবার। শেড না থাকায় স্থানীয় ব্যবসায়ী ও চাষিরা খোলা আকাশের নীচে বসে সামগ্রী বিক্রি করতে বাধ্য হচ্ছেন। নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলকাদায় ভরে যায় হাট চত্বর। স্থানীয় বাসিন্দারা জানান, ওই হাটের উপর নির্ভরশীল কামসিং, নাথুয়ারটারি, পাটকাপাড়া, মথুরা চা বাগানের কয়েক হাজার মানুষ। সেখানে শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা নেই। হাট কমিটির সদস্য সুরেশকুমার রায় বলেন, “এলাকার চাষিরা তাঁদের খেতের সবজি বিক্রির জন্য ওই হাটে নিয়ে যান। এখান থেকে শহরের ব্যবসায়ীরা বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে যায়।” হাট কমিটি সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা জক্রিয়াম টিগ্গা দুই বিঘা জমিতে ওই হাট শুরু করেছিলেন। কয়েক দশক পরে সেখানে ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি চালাঘর তৈরির বাইরে উন্নয়নের কোনও কাজ হয়নি। স্থানীয় বাসিন্দা হীরেন রায় বলেন, “বাইরের বিক্রেতারা হাটে এসে রোদ বৃষ্টিতে সমস্যায় পড়েন।”
|
ব্লকের সমস্ত দুঃস্থদের নাম বিপিএল তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানিয়ে খড়িবাড়ি ব্লক বামফ্রন্টের পক্ষ থেকে খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি দেওয়া হল। স্মারকলিপিতে জমির পাট্টা ও বর্গা পাট্টা বাতিলের পরিকল্পনার বিরোধিতা করার পাশাপাশি এলাকার রাস্তা সংস্কারের দাবি জানানো হয়। বাম নেতা ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি করুণাময় চৌধুরী বলেন, “জেলাশাসককে উদ্দেশ্য করে ওই স্মারকলিপি লেখা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্রধানের মাধ্যমে তা পাঠানো হবে। দাবি মানা না-হলে লাগাতার আন্দোলনে নামা হবে।” সিপিএম নেতা নীহার বিশ্বাস, সিপিআই নেতা কনক রায়, আর এস পি নেতা অমল দাস প্রমুখ এ দিন স্মারকলিপি দিতে গিয়েছিলেন।
|
আলিপুরদুয়ারে শিল্পতালুক গড়ার দাবি তুললেন বিধায়ক দেবপ্রসাদ রায়। বুধবার বিকেল সার্কিট হাউসে বেঙ্গল চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ও টাউন ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় আলিপুরদুয়ারের শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনার মূল বিষয় ছিল আলিপুরদুয়ারে শিল্পের সম্ভাবনা ও সমস্যা। স্থানীয় কংগ্রেসের বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “শিলিগুড়ি, কোচবিহারে শিল্পতালুক রয়েছে। আলিপুরদুয়ার পৃথক জেলা ঘোষণা হতে চলেছে। এখানে পৃথক শিল্পতালুকের প্রয়োজন রয়েছে।” তিনি জানান, ভুটান থেকে জয়গাঁ হয়ে বাংলাদেশ ও নেপাল পযর্ন্ত সার্করোড তৈরি হচ্ছে। হস্তশিল্পের পাশাপাশি অন্যান্য শিল্পের সম্ভাবনা এখানে রয়েছে।
|
শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালন বোর্ডে ভূমিহারাদের প্রতিনিধি রাখার দাবি জানাল কাওয়াখালি, পোড়াঝাড়, নিউ টাউনশিপ ল্যান্ডলুজার কমিটি। মঙ্গলবার ওই কমিটির তরফে এই ব্যাপারে এসজেডিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে খতিয়ানভুক্ত জমির মালিকদের ক্ষতিপূরণ, অবৈধ দখলদারদের প্লট ও ক্ষতিপূরণ বাতিল, অবৈধ বহুতল নির্মাণে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। কমিটির সভাপতি সনৎ বর্মন বলেন, ‘‘মোট ১৯ দফা দাবি পেশ করা হয়েছে। দাবি আদায় না-হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে।”
|
বিধাননগরে ছিনতাইকারী এক দুষ্কৃতীকে ধরল পুলিশ। বুধবার চোপড়ার ফেতিয়াগছ থেকে সাকিল মহম্মদ ওই দুষ্কৃতী ধরা পড়ে। |