টিকার অভাব,
জমছে পোলিওর মেঘ |
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: পোলিও নিয়ে যে রাজ্য গোটা দেশের ‘গলার কাঁটা’ হয়ে উঠেছিল, সেই পশ্চিমবঙ্গকে গত এক বছর পোলিওমুক্ত রাখার জন্য বিল ও মিলিন্দা গেটস ফাউন্ডেশনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দনপত্র পাঠিয়েছিলেন স্বয়ং বিল গেটস। অথচ প্রয়োজনীয় প্রতিষেধকের অভাবে সাফল্যটি শেষ পর্যন্ত ধরে রাখা যাবে কি না, রাজ্য স্বাস্থ্য দফতর এখন সেই সংশয়ে ভুগছে। এর দায় রাজ্য সরকার কেন্দ্রের উপরে চাপালেও দিল্লির স্বাস্থ্য-কর্তারা পাল্টা আঙুল তুলেছেন স্বাস্থ্য দফতরের ‘সমন্বয়ের ঘাটতি’র দিকে। |
|
নিজস্ব প্রতিবেদন: একটা সাধারণ রক্ত পরীক্ষা। সেটাই এ বার বলে দিতে পারবে স্তন ক্যানসারে আক্রান্ত কোনও রোগিণীর শরীরের কত গভীরে বাসা বেঁধেছে রোগটা। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত গবেষণাপত্রে এমনটাই দাবি করলেন, টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টারের বিজ্ঞানীরা। অনেক ক্ষেত্রেই দেখা যায়, চিকিৎসায় ‘সুস্থ’ হয়ে যাওয়ার পরেও হঠাৎই কখন চুপিসারে ফিরে এসেছে রোগ। |
রক্ত পরীক্ষায় এ বার
‘চেনা’ যাবে স্তন ক্যানসার |
|
আধঘণ্টা নিষ্প্রদীপ এসএসকেএম |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: একে অসহ্য গরম, তার উপরে বিদ্যুৎ নেই। সব মিলিয়ে চরম ভোগান্তিতে রোগীরা। বুধবার সকাল থেকে দফায় দফায় এই ভোগান্তি চলেছে এসএসকেএম হাসপাতালে। বিদ্যুৎ চলে গিয়ে পরিষেবা থমকে যায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরেও। ফলে সেখানেও কাউন্টার বন্ধ, রোগীদের দীর্ঘ লাইন। চলে ক্ষোভ-প্রতিবাদ। এ দিকে, এ দিনই দুপুরে পুলিশে চাকরির পরীক্ষা দিতে এসে গরমে অসুস্থ হয়ে পড়েন এক যুবক। |
|
গ্রামীণ হাসপাতালে
‘সিক নিউ বর্ন ইউনিট’ |
রক্ষীর ‘বাধা’য় পৌঁছল না
ওষুধ, মৃত্যু রোগীর |
|
দু’দশক পড়ে
মানসিক ওয়ার্ড |
|
|
গাফিলতির অভিযোগ |
টুকরো খবর |
|
|