টুকরো খবর
দুর্যোগে দুর্ভোগ কোচবিহার বিদ্যুৎহীন
লোডশেডিংয়ে নাকাল হলেন কোচবিহারের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। মঙ্গলবার রাতে তুফানগঞ্জ, মাথাভাঙা, নিশিগঞ্জ, মেখলিগঞ্জের মত এলাকায় ঘটনাটি ঘটেছে। দিনহাটায় লোডশেডিং হলেও ঘন্টা দু’য়েকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার বাসিন্দারা সকাল ১০টা থেকে নিশিগঞ্জে কোচবিহার-মাথাভাঙা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিকাল ৩টা নাগাদ বিদ্যুৎ বন্টন কোম্পানির তরফে আশ্বাস মেলায় অবরোধ ওঠে। অবরোধের জেরে কোচবিহার-মাথাভাঙা রুটে নিত্যযাত্রীদের দুর্ভোগ পড়তে হয়। বিদ্যুৎ বন্টন কোম্পানীর কোচবিহারের ডিভিশন্যাল ইঞ্জিনিয়ার বিষ্ণু দত্ত বলেন, “দমকা হাওয়ার জন্য মঙ্গলবার রাতে কিছু সমস্যা দেখা দেয়। তাই কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা যায়নি। মাথাভাঙার কিছু এলাকায় অবশ্য অন্য সমস্যা আছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে। বাজে ব্যবহারের অভিযোগ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” বাসিন্দাদের অভিযোগ, “গরমের মরসুমের শুরু থেকেই লোডশেডিং-এর সমস্যা চলছে। তবে মঙ্গলবার রাতের ভোগান্তি সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। ওই রাতে ৯টা থেকে ১১টা’র মধ্যে ওই সব এলাকায় লোডশেডিং শুরু হয়। দিনহাটা বাদে বাকি এলাকাগুলিতে এদিন সকালে বিদ্যুৎ এসেছে।” নিশিগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতির সম্পাদক মৃত্যুঞ্জয় কালোয়ার বলেন, “মঙ্গলবার রাত দশটা থেকে তেমন কোনও দুর্যোগ না হলেও লোডশেডিং শুরু হয়। সারারাত বিদ্যুৎ ছিল না। প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়।” লোডশেডিংঙে ক্ষোভ ছড়িয়েছে মাথাভাঙায়ও। পচাগড় পঞ্চায়েতের প্রধান কাজল রায় বলেন, “লোডশেডিং চরম আকার নিয়েছে। রাতভর বিদ্যুৎ না থাকায় এ দিন পানীয় জল সরবরাহ করা যায়নি।” বাসিন্দাদের অভিযোগ, লোডশেডিংয়ের পাশাপাশি লো ভল্টেজের সমস্যাও মারাত্মক আকার নিয়েছে। এতে জল সরবরাহে সমস্যা হচ্ছে। গরমে সারারাত অনেকেই ঘুমোতে পারেনি।

১২৫ বর্ষের সূচনা ১৫ই
আচার্য বজেন্দ্রনাথ শীল কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের জন্য রাজ্য শিক্ষা দফতরের কাছে ১৩ লক্ষ টাকা বরাদ্দ চাইল কলেজ কর্তৃপক্ষ। ১৫ জুন ঐতিহ্যবাহী ওই কলেজের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হচ্ছে। এরজন্য জেলাশাসক মোহন গাঁধীকে সভাপতি করে ওই অনুষ্ঠানের ব্যাপারে ৭৮ জনের কমিটি গড়া হয়েছে। বুধবার অনুষ্ঠান কমিটির কার্যকরী সভাপতি তথা অধ্যক্ষ দেবনারায়ণ রায় ও যুগ্ম সম্পাদক বিপ্লব চট্টোপাধ্যায় ১২৫ বছর পূর্তির নানা কর্মসূচি ঘোষণা করেন। অধ্যক্ষ বলেন, “১৫ জুন কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপি অনুষ্ঠানের সূচনা হচ্ছে। খরচ ধরা হয়েছে ১৩ লক্ষ টাকা। রাজ্য শিক্ষা দফতরের কাছে টাকা বরাদ্দ দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।” ১৫ জুন সকালে কলেজের বর্তমান, প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও বাসিন্দাদের নিয়ে শোভাযাত্রা বার হবে। ওই দিন দুপুরে আনুষ্ঠানিকভাবে কলেজের ১২৫ বর্ষপূর্তি সূচনা করবেন জেলাশাসক। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কৃতীদের পুরস্কার, আলোকচিত্র প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিকেট প্রতিযোগিতা হবে। ১৮৮৮ সালের ১৫ জুন কলেজের প্রতিষ্ঠা হয়। নাম ছিল ভিক্টোরিয়া কলেজ। পরে তা কলেজের প্রাক্তন অধ্যক্ষের নামাঙ্কিত হয়।

নজর-কাড়া করোনেশন
মাধ্যমিক পরীক্ষার পরে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও নজরকাড়া ফল করল রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের পড়ুয়ারা। স্কুল সূত্রে জানা গিয়েছে, কলা, বিজ্ঞান ও বাণিজ্য মিলিয়ে এ বছর করোনেশন স্কুল থেকে ২৪০ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। প্রত্যেকেই পাশ করেছেন। ৪৬৭ নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থান পেয়েছেন স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র পল্লব সিংহ। ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে ‘ডবল এ’ গ্রেড পেয়েছেন স্কুলের ৪ জন পড়ুয়া। ৮০ শতাংশের ওপর পেয়েছেন ৭১ জন পড়ুয়া। ৭৫ শতাংশের ওপর পান ১১৯ জন। প্রথম বিভাগে ২১৩ জন পাশ করেছেন। ছাত্রীদের সর্বোচ্চ নম্বর পেয়েছেন কলা বিভাগের পড়ুয়া মিতালি সরকার ৪৪৮ পেয়েছেন। পড়ুয়াদের নিষ্ঠা, অভিভাবকদের স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায় বলেন, “সরকারি নিয়মে শিক্ষাবর্ষের ২০০ দিন বাদেও শিক্ষকরা উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের টেস্ট পরীক্ষার পর প্রতিটি পড়ুয়ার পড়াশুনার ক্ষেত্রে কোথায় অসুবিধা হচ্ছে তা খোঁজ নিয়ে জানার পরে শিক্ষকরা সেইমতো ক্লাস নিতেন। বিভিন্ন রেফারেন্স বই ধরেও পড়ুয়াদের পড়ানো হত। টেস্ট পরীক্ষায় কেউ খারাপ ফল করলে সেই পড়ুয়ার ওপর অতিরিক্ত নজর দেওয়া হত।” কলা বিভাগে সর্বোচ্চ হবিবুল্লা রহমান পেয়েছেন ৪৩৩। বাণিজ্য বিভাগে হৃতিক বালো পেয়েছেন ৪৫০। ২০১০-১১ শিক্ষাবর্ষে স্কুলে ইংরেজি মাধ্যমে বিজ্ঞান বিভাগে পঠনপাঠন শুরু হয়।

লাইনে মৃত্যু রেলের কর্মীর
রাতে রেললাইন চেক করার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল রেল কর্মীর। উত্তর পূর্ব সীমান্ত রেলের কুমেদপুর স্টেশনের অদূরে কাটিগাঙ সেতুর উপর মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনাটি ঘটে। সেতু থেকে ঝাঁপ দেওয়ায় জখম হলেও বেঁচে যান মৃতের এক সহকর্মী। রেল পুলিশ জানায়, মৃত রেলকর্মীর নাম কালটু রায় (৫৭)। তিনি রেলের গ্যাংম্যান ছিলেন। কুমেদপুর স্টেশনে কর্মরত ছিলেন তিনি। বাড়ি শিলিগুড়ি কুলিপাড়ায়। রাতে লাইন চেক করার ডিউটি ছিল দুই গ্যাংম্যান কালটু রায় ও সনাতন মুরারির। আপ লাইনে কাটিগাঙ রেল সেতু পার হওয়ার সময় ট্রেন এসে পড়ায় সেতুতে থেকে নামার সুযোগ পাননি তারা। সনাতনবাবু নীচে ঝাঁপ দিলেও কালটু রায়ের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

মত্যু
ছোট গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ইটাহার থানার কাপাসিয়া এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম রামনাথ পাহান (৬০)। এলাকাতেই তাঁর বাড়ি। পেশায় চাষি ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় রায়গঞ্জগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

বিক্ষোভ
খাদ্য সরবরাহ দফতরে অবসরপ্রাপ্তদের নিয়োগের চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল ফব-র যুব সংগঠন যুবলিগ। বুধবার কোচবিহার জেলা সভাপতি আব্দুর রউফ বলেন, “এই চেষ্টা বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনে নামব।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.