প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী সহ দুটি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের ৪ জনের বিরুদ্ধে ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুল কর্মীদের পিএফ-এর টাকা জমা না-দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ওই স্কুল দুটির পরিচালন সমিতির সভাপতি পদে ছিলেন বিশ্বনাথবাবু। বুধবার দক্ষিণ দিনাজপুরের মুখ্য বিচার বিভাগীয় আদালতে ওই মামলার শুনানি ছিল। আদালত সূত্রের খবর, পিএফ দফতরের শিলিগুড়ির আঞ্চলিক অফিসের তরফে ওই মামলা দায়ের হয়। পিএফ দফতরের অভিযোগ, বালুরঘাটের দুটি স্কুলের অন্তত ৩০ জন কর্মীর পিএফ বাবদ টাকা জমা দেওয়ায় অনিয়ম হয়েছে। সরকারি আইনজীবী দেবাশিস মজুমদার বলেন, “১৯৮২ সাল থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন কর্মীর পিএফের টাকা জমা দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। এর পরেই সংশ্লিষ্ট পিএফ দফতর থেকে বিষয়টি নিয়ে তদন্ত হয়। প্রাক্তন মন্ত্রী সহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।” মামলাটির পরের শুনানির দিন ধার্য হয়েছে ৬ অগস্ট। সে দিন অভিযুক্তদের আদালতে হাজির হতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিচারক নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত বিশ্বনাথবাবু এদিন কলকাতা থেকে বলেন, “যে সময়ের কথা বলা হচ্ছে, তার পরে আমি ওই স্কুলের পরিচালন সমিতির দায়িত্বে ছিলাম। সে সময় কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের সব টাকা এসবিআইতে জমা দেওয়া হয়েছে। তাও কেন এই ব্যাপারে মামলা হলো, জানা নেই। এ সংক্রান্ত আদালতের কোনও সমনও পাইনি।” |