২২ অগ্রহায়ণ ১৪১৯ শনিবার ৮ ডিসেম্বর ২০১২
জবরদখলের জটে
কৌশিক ঘোষ:
ছাড়পত্র হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে অর্থ বরাদ্দও। কিন্তু ফুটপাথে জবরদখল থাকায় শুরু হচ্ছে না বাসছাউনির নির্মাণকাজ। এই অবস্থা উত্তর কলকাতার মহাজাতি সদনের উল্টো দিকের ফুটপাথের। অভিযোগ উঠেছে, বাসছাউনি তৈরিতে বাধা দিয়েছিলেন স্থানীয় কিছু ফল ব্যবসায়ী। কারণ, এখানে তাঁদের মালপত্র ওঠানো-নামানোর কাজ চলে। তার পরেই পিছু হটেন পুরকর্তৃপক্ষ।
সড়ক ভয়ঙ্কর
রইল আড়ালে
কৌশিক ঘোষ:
রাস্তার মালিকানা নিয়ে জটিলতার সমাধান হল না। রাস্তার জবরদখলকারীদের সরানো নিয়ে স্থায়ী সিদ্ধান্ত এখনও অধরাই। দক্ষিণ কলকাতায় রবীন্দ্র সরোবরের সামনে নতুন করে গড়ে ওঠা ঝুপড়ি ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। রবীন্দ্র সরোবরের সৌন্দর্যায়নের স্বার্থেই এই সমস্যা সমাধানে দ্রুত আলোচনায় বসতে চায় কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) এবং রাজ্য পূর্ত দফতর। কেএমডিএ-র চিফ এগজিকিউটিভ অফিসার বিবেক ভরদ্বাজ বলেন, “রবীন্দ্র সরোবরে ঢোকার মুখের রাস্তায় ঝুপড়িবাসীরা বসার ফলে এখানকার সৌন্দর্যায়ন প্রকল্প অনেকটাই ব্যাহত হচ্ছে।
ভোগান্তির সফর
হুলের সুর
দখলনামা
কাজল গুপ্ত:
জলপ্রবাহ নেই। কচুরিপানা, প্লাস্টিকে ভরা। দু’পাড়ে ব্যবসা, ঝুপড়ি, পার্কিং থেকে রাজনৈতিক দলের অফিস সবই রয়েছে। অভিযোগ, সৌন্দর্যায়নের প্রতিশ্রুতি শুধু কাগজেকলমেই রয়ে গিয়েছে। ফলে বছরভর মশার উৎপাত আর অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিন কাটাচ্ছেন বেলেঘাট খাল সংলগ্ন এলাকার বাসিন্দারা। যদিও সেচ দফতরের দাবি, দ্রুত এই খালের সংস্কার এবং সৌন্দর্যায়নের কাজ হবে।
কে কার ত্রাতা
অন্য পটে
টুকরো খবর
ক্লিক অর প্রেস
ব্যাগ গুছিয়ে...
চিন্তায় নিরাপত্তা
হাঁসুলি বাঁকের টানে
পরিষেবা
হাত বাড়ালেই পার্কিং
দেবাশিস দাশ ও সুপ্রিয় তরফদার:
বলা হয় কলকাতার যমজ শহর। তৈরি হয়েছে কমিশনারেট। যান চলাচলের নিয়ম কড়া হয়েছে। কিন্তু আজও হাওড়া শহরের কোথাও সরকারি ভাবে ঘোষিত পার্কিং জোন নেই। ফলে গোটা শহরটাই কার্যত পার্কিং জোনে পরিণত হয়েছে। অভিযোগ, এখানে যত্রতত্র বেআইনি ভাবে গাড়ি পার্ক করা থাকে। অসুবিধায় পড়েন বাসিন্দা ও পথচারীরা।
জঞ্জালে জেরবার
দেবাশিস ঘোষ:
ম্যাড্রাসি লেন বস্তির কাছে জিটি রোডের এক পাশে ভ্যাটের নোংরার স্তূপ। অন্য পাশে গাড়ি যাচ্ছে। মাঝে কোনওক্রমে হাঁটছেন পথচারীরা। অতিষ্ঠ বাসিন্দা ও ব্যবসায়ীরা দিনে দু’বার ভ্যাট পরিষ্কারের দাবিতে বেশ কয়েক বার রাস্তা অবরোধও করেছেন। সুরাহা হয়নি। ফরশোর রোড ও ফজির বাজার জিটি রোড সংযোগকারী রাস্তার অনেকটাই জঞ্জালের দখলে চলে গিয়েছে। ১২টার পরে পুরসভা ময়লা তুললেও সন্ধ্যার সময়ে রাস্তার অনেকটাই ফের জঞ্জালের দখলে চলে যায়।
লক্ষ্য ব্রাজিল
টুকরো খবর
পরিষেবা
Content on this page requires a newer version of Adobe Flash Player.
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.