উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
বাবা, মা-সহ খুন তৃণমূল কর্মী, ফের কাঠগড়ায় জমির দালালি |
|
নিজস্ব সংবাদদাতা, বারাসত: দুষ্কৃতী হানায় আবার উত্তপ্ত বারাসত সংলগ্ন এলাকা। এ বার ঘটনাস্থল বারাসত থানার কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের নওপাড়া গ্রাম। অভিযোগ, মঙ্গলবার রাতে গুলি করে, কুপিয়ে, বোমা মেরে সেখানে এক তৃণমূল কর্মীকে খুন করে জনা দশেক দুষ্কৃতীর একটি দল। তাঁকে বাঁচাতে এসে নৃশংস ভাবে খুন হন বৃদ্ধ মা-বাবাও। গুলিতে গুরুতর জখম হন ওই তৃণমূল কর্মীর স্ত্রী। বুধবার বিকেলে এক জনকে ধরেছে পুলিশ। |
|
নামগানের দল গড়ে এলাকায় ঘুরত প্রভাস |
অরুণাক্ষ ভট্টাচার্য ও সীমান্ত মৈত্র , কলকাতা: গায়ে জড়ানো উত্তরীয়। পরনে সাদা ধুতি। কণ্ঠে হরিনাম।
মঙ্গলবার রাতে বারাসতে তৃণমূল কর্মী বিনয় বিশ্বাস-সহ একই পরিবারের তিন জনকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত পুরনো দুষ্কৃতী প্রভাস ঢালির ইদানীং এই ছিল ‘বহিরঙ্গ’!
গাইঘাটার মানিক-হিরা গ্রামের বাসিন্দা গোপাল মাঝিকে খুনের দায়ে ন’বছর জেল খেটে বছর পঁয়তাল্লিশের প্রভাস ছাড়া পায় ২০১১-র ফেব্রুয়ারিতে। |
|
|
|
কেটলিসুদ্ধ জল
পড়ে গেল মাটিতে |
|
অবরোধ, রাস্তা কেটে
বিক্ষোভ বসিরহাটে |
|
|
|
ঝড়-শিলাবৃষ্টিতে
ব্যাপক ক্ষতি ফসলের |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
মহিলা কনস্টেবলকে মারধর, আরামবাগে মহিলা-সহ ধৃত ৯ |
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ: থানা চত্বরেই মহিলা পুলিশকর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হল
৫ মহিলা-সহ ন’জনকে। পুলিশ লাঠি চালায় বলেও অভিযোগ। আরামবাগের ২ নম্বর ওয়ার্ডের
মনসাতলার জেলেপাড়ায় গোলমালের স্ূত্রপাত। এখানে সম্প্রতি বাড়ি করে
এসেছেন আরামবাগ থানার মহিলা কনস্টেবল অনু মাল |
|
পোলবার বিডিওকে ঘেরাও |
টুকরো খবর |
|
|
|
|
|
চিত্র সংবাদ |
|
|