ঝড়ে ১০০টি কাঁচা বাড়ি ভাঙল ভাঙড়ে
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
কালবৈশাখী তাণ্ডবে মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, ভাঙড়-সহ বিভিন্ন এলাকায় কয়েকয়ো বাড়ি ভেঙেছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উপড়ে গিয়েছে প্রচুর গাছ। ক্যানিংয়ে রেল ময়দানের এক দোকানদার তাপস মণ্ডল বলেন, “মঙ্গলবার রাতের ঝড়ে দোকানের চাল উড়ে গিয়েছে।’’ ক্যানিং থানার কাছেই নির্মলেন্দু নাথের বাড়ি। তিনি বলেন, “ঝড়ে আমার বাড়ির দোতলার টিনের চাল উড়ে যায়।” ক্যানিংয়ের মহকুমাশাসক শেখর সেন বলেন, “মঙ্গলবার রাতের ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।’’ বারুইপুর মহকুমার ভাঙড়ের সোন্দালিয়া গ্রামে ঝড়ের দাপটে প্রায় ১০০ কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৪০টি বাড়ি পুরোপুরি ভেঙে গিয়েছে। ভাঙড়-১ জয়েন্ট বিডিও বিশ্বজিৎ চ্যাং এদিন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। সোন্দালিয়া প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণশিবির খোলা হয়েছে। |
৫ সশস্ত্র দুষ্কৃতী ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগ্নেয়াস্ত্র-সহ ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল-সহ চারটি আগ্নেয়াস্ত্র এবং ১০ রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। ধৃতরা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, জীবনতলা ও উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা। কলকাতা ও শহরতলিতে কয়েকটি ডাকাতির ঘটনায় তারা জড়িত বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। |
অস্বাভাবিক মৃত্যু কনস্টেবলের
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক পুলিশ কনস্টেবলের। পুলিশ জানিয়েছে অনুপ কুমার দে (৪৭) নামে ওই কনস্টেবল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রামনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে টহলদারিতে বেরিয়েছিলেন অনুপবাবু। স্থানীয় যুগদিয়া বাজারের কাছে আচমকা গাড়ির মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে পদ্মেরহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অনুপবাবু। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। |