জনগণনার কাজে প্রতিশ্রুতিমতো টাকা না দেওয়ার অভিযোগ তুলে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘেরাও করে রাখা হল পোলবার বিডিওকে। পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় ঘেরাও ওঠে।
জেলা প্রশাসন সূত্রের খবর, সম্প্রতি প্রশাসনের তরফে ওই কাজের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়ে দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়। হাওড়া ও হুগলিতে জনগণনার কাজের জন্য বালির একটি কম্পিউটার সংস্থা দায়িত্ব পায়। পোলবা অঞ্চলে কাজের জন্য সংস্থাটি মোট ১২৬ জনকে নিযুক্ত করে। চলতি মাসের শুরু থেকে পোলবায় জনগণনার কাজ শুরু হয়। সেই কাজে জড়িত, এমন কয়েক জনের দাবি, এ দিনই তাঁরা জানতে পারেন, তাঁদের প্রতিশ্রুতিমতো টাকা দেওয়া হবে না। বিক্ষোভকারীদের মধ্যে রণজিৎ ওঝা বলেন,“আমাদের বলা হয়েছিল, প্রতি মাসে ৫,২০০ করে টাকা দেওয়া হবে। কিন্তু এখন বলা হচ্ছে, সাড়ে ৪ হাজার টাকা করে। তার মধ্যে থেকে আবার ইএসআই-সহ অন্য খাতে টাকা কেটে নেওয়া হবে।” আর এক বিক্ষোভকারী শম্পা দেবনাথ বলেন, “আমরা ভেবেছিলাম কেন্দ্রীয় সরকারের পক্ষে এই কাজ করা হবে। তাই আমরা আগ্রহী হই। কারণ, কাজের শেষে শংসাপত্র মেলে। কিন্তু আমাদের তা দিতে অস্বীকার করা হচ্ছে। এ ভাবে আমরা কাজ করব না। যে সংস্থাটি ওই কাজের বরাত পেয়েছে, তার পক্ষে মুখ্য কো-অর্ডিনেটর শৌভিক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা তিন মাস কাজের জন্য সাড়ে ৪ হাজার টাকা দেব বলেছিলাম। এ দিন আমরা কর্মীদের পরিচয়পত্র পোলবা ব্লক অফিসে পাঠিয়ে দিই। পরে শুনি কর্মীরা ঘেরাও করেছেন। আমরা বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিইনি। কর্মীরা ভুল বুঝেছেন।” জেলা সদর চুঁচুড়ার মহকুমাশাসক জলি চৌধুরী বলেন, “কাগজে বিজ্ঞাপন দিয়ে টেন্ডারের মাধ্যমে একটি বেসরকারি সংস্থাকে ওই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। যে অভিযোগ উঠেছে, তার দায় পুরোপুরি ওই সংস্থাটির।” |