দুর্ঘটনায় তিন জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক। ছবি: দীপঙ্কর দে। |
দু’টি ট্রাকের সংঘর্ষে বুধবার ভোরে হুগলির চণ্ডীতলার কাপাসহাড়িয়ায় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে মৃত্যু হল তিন জনের মৃতু। আহত হন এক জন। মৃতদের নাম বেটকা টুডু (২৫), গোপাল হাঁসদা (২৬) এবং শেখ কাজিবুর (২৪)। হতাহতেরা সকলেই বীরভূমের বোলপুরের নতুন পুকুর বাইপাস এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আটার বস্তা বোঝাই একটি ট্রাক বর্ধমানের দিক থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিল। সেই ট্রাকের উপরেই ওই চার জন বসেছিলেন। ট্রাকটি দ্রুত গতিতে চলছিল। পিছনে আসছিল কয়লা বোঝাই আর একটি ট্রাক। গতির হেরফের হওয়ায় আচমকাই পিছনের ট্রাকটি সামনেরটিকে ধাক্কা মারে। আট বোঝধআই ট্রাকটির সামনে ছিল একটি পাইপ বোঝাই ম্যাটাডর। ধাক্কায় আটা বোঝাই ট্রাকের চার জন সামনের ম্যাটাডরে গিয়ে পড়েন। ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলেই এক জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে আনা হয়। কিছু সময় পরে হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়। আহত যুবক সাহেব শেখ চিকিৎসাধীন রয়েছেন। হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে বীরভূম জেলা পুলিশকে দুর্ঘটনার খবর জানানো হয়। এক তদন্তকারী অফিসার জানান, তিনটি গাড়িই অত্যন্ত জোরে চলছিল। সময়ের হেরফের হয়ে যাওয়াতেই দুর্ঘটনা। পুলিশ তিনটি গাড়িকেই আটক করেছে। |
নিজের ঘরেই ঝুলন্ত দেহ ছাত্রীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার শিবপুর এলাকার তুলসী মিত্র গার্ডেন লেনে নিজের ঘরে এক তরুণীর ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম আরতি জয়সোয়াল (২০)। তিনি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। মঙ্গলবার রাতে কলেজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ করে দেন আরতি। পরিজনদের ডাকাডাকিতে দরজা না-খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। এর পিছনে প্রণয়ঘটিত কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে কোনও সুইসাইড নোট মেলেনি। |
প্রৌঢ়ের অপমৃত্যু, গ্রেফতার স্ত্রী-শাশুড়ি
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ তাঁর স্ত্রী এবং শাশুড়িকে গ্রেফতার করেছে। বুধবার শ্রীরামপুরের ঠাকুর বাড়ি স্ট্রিট এলাকার বাসিন্দা তপন বন্দ্যোপাধ্যায় (৫৫) নামে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় তাঁর বাড়ির লোকজন শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে। তবে ঠিক কী ভাবে, তাঁর মৃত্যু হল, এ দিন রাত পর্যন্ত পুলিশের কাছে তা পরিষ্কার নয়। পুলিশ জানায়, মৃতের গলায় আঘাতের চিহ্ন ছিল। ওই ব্যক্তির মৃত্যুর খবর জানাজানি হতেই পাড়ায় বিক্ষোভ হয়। তপনবাবুর ভাই নির্মল বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের বৌদি এবং দাদার শাশুড়ির নামে। তিনি বলেন, “দাদার উপরে বৌদি এবং তাঁর শাশুড়ি নির্যাতন চালাত। সে কারণেই দাদার মৃত্যু হয়েছে।” |