গাঁধী পল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে ৭৫ রানে হারিয়ে বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল ২ নম্বর রেলগেট যুবগোষ্ঠী। রবিবার স্থানীয় প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ৩০ ওভারে যুবগোষ্ঠী তোলে ১৮৬ রান। দলের পক্ষে অয়ন ঘোষ ৭৫ বলে ৮৩ রান এবং নিরুপম ঘোষ ৫৭ বলে ৫৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২৩ ওভারে ১১১ রানে গাঁধীপল্লি অল-আউট হয়ে যায়। যুবগোষ্ঠীর গৌরাঙ্গ ঘোষ ৫ ওভার বল করে ৩৭ রানে ৪টি উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ চ্যাম্পিয়ন দলের অয়ন। ওই দলেরই ইমরান মালিতা লিগের সেরা ব্যাটসম্যান হয়েছেন। সেরা বোলার অভিযান ব্লু দলের সুপ্রিয় মণ্ডল। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি এবং নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। লিগে ১২টি দল যোগ দিয়েছিল। ম্যাচটি পরিচালনা করেন দোলন গোলদার এবং অসিত মণ্ডল।
দিন কয়েক আগেই শেষ হয়েছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। বনগাঁ স্টেডিয়ামে আয়োজিত ওই লিগে চ্যাম্পিয়ন হয় রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব। ৫ উইকেটে তারা হারিয়ে দেয় ১২ পল্লি স্পোর্টিং ক্লাবকে। টসে জিতে প্রথমে ব্যাট করে ১২ পল্লি ১৪২ রান তোলে। পরে ব্যাট করতে নেমে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রামকৃষ্ণ স্পোর্টিং। ক্লাবের হয়ে প্রশান্ত কীর্তনিয়া ৩৪ রান এবং ২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন। ১২ পল্লির সঞ্জীব বিশ্বাস সেরা ব্যাটসম্যান ও সজল সেন সেরা বোলারের সম্মান পেয়েছেন। ফাইনালের দু’টি দলই আগামী মরসুমে প্রথম বিভাগ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। |