l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
সিপিএম কর্মী খুনে মামলা প্রত্যাহার সরকারের
নিজস্ব সংবাদদাতা • শান্তিপুর
পাঁচ বছর আগে দুই সিপিএম কর্মী খুনের মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকারি আবেদনে সম্মতি জানালেন নদিয়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শম্পা দত্ত (পাল)। সিপিএম অবশ্য এই রায়ের প্রতিবাদ করে জানিয়েছে, তারা উচ্চ আদালতে যাবে। ২০০৬ সালে নদিয়ার বাঁশডোবায় ওই খুনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে বলরাম দেবনাথ, পরেশ বিশ্বাস ও অমিয় সন্ন্যাসী নামে তিন কংগ্রেস কর্মী ছিলেন। কিছু দিন আগে শান্তিপুরের কংগ্রেস বিধায়ক অজয় দে তাঁদের মুক্তির জন্য আইনমন্ত্রী মলয় ঘটককে চিঠি লেখেন। পরে নদিয়া জেলা আদালতের সরকারি কৌঁসুলি কিশোর মুখোপাধ্যায়কে চিঠি পাঠান রাজ্য সরকারের লিগ্যাল রিমেমব্রানসার (এলআর) ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। তাতে বলা হয়, আইনমন্ত্রীর নির্দেশে অজয়বাবুর ওই চিঠি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি কৌঁসুলির কাছে পাঠানো হচ্ছে। বুধবার সরকারি কৌঁসুলি বিচারকের কাছে মামলা তুলে নেওয়ার আবেদন জানান। এলআর-এর চিঠিটিও তিনি আদালতে পেশ করেন। ওই দিনই নিহতের পরিবার আইনজীবীর মাধ্যমে আদালতে সরকারি এই আবেদনের বিরুদ্ধে আপত্তি জানায়। তাদের আইনজীবী, চাপড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক সামসুল ইসলাম মোল্লা বলেন, “বিচারক শুক্রবার আমাদের আপত্তি খারিজ করে সরকারের মামলা প্রত্যাহারের আবেদনেই সম্মতি জানিয়েছেন। ফলে সাত অভিযুক্ত বেকসুর খালাস পেয়েছেন।”
বিস্তারিত...
নন্দীগ্রামে নিখোঁজ কাণ্ডের
তদন্তে বাড়তি সময় দু’মাস
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও তমলুক
প্রাথমিক রিপোর্টের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নিখোঁজ সমর্থকেরা কোথায় গেলেন, সেই ব্যাপারে তদন্ত শেষ করার জন্য সিআইডি-কে আরও দু’মাস সময় দিয়েছে তারা। নন্দীগ্রামের নিখোঁজদের ব্যাপারে বৃহস্পতিবারেই হাইকোর্টে তাদের প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করেছিল সিআইডি। বিচারপতি অসীম রায় ও বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ (দুই বিচারপতির নাম একই) শুক্রবার ওই রিপোর্ট সম্পর্কে সন্তোষ প্রকাশ করে। তখন সিআইডি-র তরফে ডিভিশন বেঞ্চকে জানানো হয়, তদন্ত শেষ করার জন্য তাদের আরও কিছু সময় দরকার। ডিভিশন বেঞ্চ তার পরেই তদন্ত শেষ করার জন্য সিবিআই-কে আরও দু’মাস সময় মঞ্জুর করে। নিখোঁজ-কাণ্ডে এ দিনও নন্দীগ্রামে তদন্ত চালিয়েছে সিআইডি। ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার শক্তি দলপতিকে গ্রেফতার করেছিল তারা। তাঁকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে সিআইডি সূত্রের দাবি। ওই সূত্রের খবর, সিপিএম-কর্মী শক্তিবাবু খেজুরির কামারদায় একটি ক্লাবের অ্যাম্বুল্যান্স চালাতেন। ২০০৭-এর ১০ নভেম্বর নন্দীগ্রামে ভূমি কমিটির মিছিলে সিপিএমের হামলায় নিহতদের দেহ বহনে সেই অ্যাম্বুল্যান্সটি ব্যবহৃত হয়েছিল বলে সিআইডি-র দাবি। বুধবারই অ্যাম্বুল্যান্সটি বাজেয়াপ্ত করা হয়েছিল। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় শক্তিবাবুকে। হলদিয়া আদালতের অনুমতিক্রমে আপাতত তাঁকে নিজেদের হেফাজতে রেখে জেরা করছে সিআইডি। এ দিন শক্তিবাবুকে খেজুরির কামারদা ব্লক স্বাস্থ্যকেন্দ্র, শেরখাঁচকের জননী ইটভাটা ও কুঞ্জপুরে নিয়ে যাওয়া হয়।
বিস্তারিত...
চালে সাদা দাগ রেশনে, দায় এড়াচ্ছেন খাদ্যকর্তা
রানা সেনগুপ্ত • বর্ধমান
টানা দু’মাস ধরে গণবণ্টন ব্যবস্থায় নিম্নমানের চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ বর্ধমানের রেশন ডিলারদের। যদিও খাদ্য ও সরবরাহ দফতরের কর্তারা তা মানতে রাজি নন। গত ২৪ অক্টোবর জেলার রেশন ডিলারদের চারটি সংগঠনের তরফে একযোগে ‘ত্রুটিপূর্ণ গণবণ্টন ব্যবস্থার সমাধানের জন্য আবেদনপত্র’ জমা দেওয়া হয়েছিল জেলা খাদ্য নিয়ামকের কাছে। তাতে অভিযোগ করা হয়েছিল, ‘বর্তমানে রেশনে সরবরাহ করা চালের মান খুবই নিম্নমানের। সেই কারণে এম আর ডিলারগণ উপভোক্তাদের বিভিন্ন কটূক্তি ও ক্ষোভের সম্মুখীন হইতেছেন।’’ কিন্তু এর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করে ১৬ নভেম্বর চার সংগঠনের তরফে একটি স্মারকলিপি দেওয়া হয়। তাতে বলা হয়েছে, ‘বর্তমানে রেশনে যে চাল সরবরাহ করা হচ্ছে তা অতি নিম্নমানের। যা খাওয়ার অযোগ্য। ফলে এই খারাপ অখাদ্য চাল সরবরাহের জন্য রেশন ডিলারদের প্রায়শই গ্রাহকদের কাছে হেনস্থার শিকার হতে হচ্ছে।” জেলা খাদ্য নিয়ামক রাজু মুখোপাধ্যায় অবশ্য দু’মাস ধরে খারাপ চাল সরবরাহের কথা উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, রাজ্যের পরিদর্শন ও মান নির্ধারণ দফতরের অফিসারেদের দিয়ে ওই চালের মান পরীক্ষা করানো হয়েছে। তাঁরাও ওই চাল ‘উপযুক্ত মানের’ বলে শংসাপত্র দিয়েছেন।
বিস্তারিত...
ছেলের স্মৃতিতে স্কুলকে আর্থিক সাহায্য
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
কৃতি ছাত্র ছিলেন ছেলে সোমনাথ ভট্টাচার্য। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়তেন। সেখানে ফাইনাল পরীক্ষার আগেই নিখোঁজ হয়ে যান সোমনাথ। সেটা ১৯৭৮ সাল। নভেম্বরের ২৪ তারিখ। অনেক খোঁজাখুঁজি করেও আর তাঁর সন্ধান মেলেনি। এখন বাবা-মায়ের কাছে সোমনাথ শুধুই স্মৃতি। ছেলের স্মৃতি-রক্ষার্থেই হিজলি হাইস্কুলে ৮ লক্ষ টাকা দান করলেন ওই স্কুলেরই অঙ্কের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমথ ভট্টাচার্য। প্রমথবাবুর আদত বাড়ি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কিশোরপুর গ্রামে। সেখান থেকে ম্যাট্রিকুলেশন পাশের পর কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বিএসসি। ১৯৫৬ সালের ১ অগস্ট অঙ্কের শিক্ষক হিসাবে হিজলি হাইস্কুলে যোগ দেন। ১৯৯০-এর ১ অগস্ট ওই স্কুল থেকেই অবসর নেন। হিজলি সোসাইটিতে বাড়ি করে সেখানেই থাকেন। দুই ছেলে, দুই মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বড় ছেলে বিশ্বনাথ ভট্টাচার্য খড়্গপুর আইআইটি থেকে এমটেক পাশের পর হাওড়ায় কারখানা করেছেন। ছোট ছেলে সোমনাথ নিখোঁজ। প্রমথবাবু যখন চাকরিতে ঢুকেছিলেন তখন মাইনে ছিল মাসে মাত্র ১২০ টাকা। আর ৩০ টাকা ডিএ। অবসরের পর প্রথমে পেনশন পেতেন ২৩০০ টাকা। এখন অবশ্য পেনশন বাবদ মাসে পান ১৬ হাজার টাকা। প্রমথবাবু বলেন, “পুরো টাকাই আমার কষ্টার্জিত। ছেলের স্মৃতিতে সেই টাকাই স্কুলকে দান করেছি।” প্রমথবাবুর স্ত্রী বাসন্তীদেবী বলেন, “আমরা সাধারণ জীবন-যাপন করি। ফলে বেশি অর্থের প্রয়োজনও হয় না। ওই টাকায় স্কুলের উন্নতি হবে। কত ছাত্র-শিক্ষক আসবেন, আমার ছেলের কথা সকলে মনে করবে। এটাই আমরা চাই। তাই স্বামী যখন স্কুলে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন তাতে আমিও উৎসাহ দিয়েছিলাম।”
বিস্তারিত...
নিহতের পরিবারের পাশে
থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
পীযূষ সাহা • গাজল (মালদহ)
আগামী পঞ্চায়েত নিবার্চনে মালদহের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে দাবি করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়। শুক্রবার সকালে মালদহে রেলের অতিথি আবাস কালিন্দ্রি ভবনে এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান মুকুলবাবু। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের উন্নয়নের গতি বাড়ছে। তাতে বহু মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আকৃষ্ট হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধিতে কেউ কেউ ঈর্ষাণ্বিত হচ্ছে। সেই আক্রোশে তৃণমূল কংগ্রেসের কর্মী-নেতাদের উপর হামলা হচ্ছে মালদহে মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে। গাজল সহ মালদহ জেলার বিভিন্ন প্রান্তেও বহু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। তাতে কেউ ভাবছেন, তাদের সংগঠন দুর্বল হয়ে পড়ছে।” পাশাপাশি, তাঁর অভিযোগ, “দলের পুরানো কর্মী প্রেমচাঁদ বলকে কংগ্রেসিরা খুন করেছে। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর আমাদের ৫০ জন সহকর্মী খুন হয়েছে। এভাবে আমাদের রোখা যাবে না”
বিস্তারিত...
ঐতিহ্য হারাচ্ছে পুরুলিয়ার রাস
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পুরুলিয়ার রাস মহোৎসব। এ বার ৬৫ বছরে পদার্পণ করল এখানকার রাস। এই উৎসব এখন আর শুধু পুরুলিয়া শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, আশপাশের গ্রামাঞ্চলের বাসিন্দারাও মেতে ওঠেন। রাস পূর্ণমার দিন থেকে নয়, এখানকার রাস শুরু হয় পঞ্চমীর দিন থেকে। কেন এই ব্যতিক্রম? রাসমহোৎসব কমিটির কার্যকরী সভাপতি গোবিন্দ মুখোপাধ্যায় জানালেন, “৬৫ বছর আগে পুরুলিয়া শহরে এই উৎসব হত না। মেলা বসত না। কাশীপুর পঞ্চকোট রাজবাড়ি ও ঝালদার বেগুনকোদরে রাস উৎসব হত। পুরুলিয়া শহরের কয়েকজন বেগুনকোদরে রাস দেখতে গিয়েছিলেন। ফিরে এসে তাঁরা ঠিক করেন, এখানে রাস উৎসবের আয়োজন করা হবে।” সেই পরম্পরা মেনেই পুরুলিয়া শহরের রাস ময়দানে পঞ্চমীর দিনে এই উৎসব শুরু হয়। এই নিয়মের পরিবর্তন কখনও হয়নি। ফি বছরের মতো এ বারও মেলার মাঠে নাগরদোলা এসেছে। বিভিন্ন জেলা তো বটেই, ভিন রাজ্য থেকেও দোকানিরা পসরা নিয়ে এসেছেন। এ ছাড়া বাউল, ছৌ, যাত্রা- মনোরঞ্জনের যাবতীয় আয়োজন থাকছে। কিন্তু, প্রবীণদের চোখে কোথায় যেন এই মেলার সেই ঐতিহ্য হারিয়ে গিয়েছে। সুর কেটে গিয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে মেলার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের মতে, সেই পুরনো গরিমা যেন আজ নেই।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
একই প্রশ্নে পরীক্ষা
ভিন্ন সময়ে, ক্ষোভ
ভোটের লড়াই, শুধু মিরিকে
মোর্চার তিন জন বহিষ্কৃত
দক্ষিণবঙ্গ
না চলা বাসের
পারমিট বাতিল হবে
কর্মী অপ্রতুল,
উন্নয়ন শিকেয়
বর্ধমান
শিলান্যাসের বছর পার, শুরু
হয়নি রিং রোডের কাজ
পুরুলিয়া
বাসের ছাদ থেকে
পড়ে জখম ছাত্র
সরকারি মূল্যে ধান
কেনা নিয়ে সমস্যা
মুর্শিদাবাদ
মাদকাসক্তি কাটাতে
‘সংস্কার কমিটি’
ট্র্যাক ভুলে সুনন্দার
প্রস্তুতি পড়ার টেবিলে
মেদিনীপুর
শিল্পশহরে সেই
দুর্ভোগেই বস্তিবাসী
খড়্গপুরে শুরু হয়নি
প্রশাসনিক ভবনের কাজ
কলকাতা
৩১.৬/১৯.৪
আজকের দিনে
•
১৮১৬:
ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের
প্রতিষ্ঠা।
•
১৯২২:
সুরকার সলিল
চৌধুরির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.