|
|
|
|
ভোটের লড়াই, শুধু মিরিকে মোর্চার তিন জন বহিষ্কৃত |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং--তিন পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করল গোর্খা জনমুক্তি মোর্চা। শুধু মিরিক পুরসভায় তাদের ভোটে লড়তে হবে।
মোর্চা সূত্রের খবর, দলের তরফে টিকিট না পেয়ে যে ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন, তাঁদের মধ্যে ৩ জন শুক্রবার মনোনয়ন প্রত্যাহার করেন। কিন্তু ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় অনড় রয়েছেন। ফলে, মিরিকে পুর-ভোট হচ্ছে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি অবশ্য বলেন, “৩ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ৩ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্য ২ জন প্রার্থী আমাদের দলের নন। তাঁদের অনুরোধ করে লাভ হয়নি। তবে আমাদের আশা, ভোটে মোর্চার প্রার্থীদেরই বাসিন্দারা জেতাবেন।”
মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে এ দিন সকাল থেকে উত্তেজনা থাকলেও রাত পর্যন্ত কোনও গোলমালের খবর নেই। পুর-ভোট হচ্ছে জেনে মিরিকে গিয়ে পুলিশি বন্দোবস্তের অবস্থা খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার আনন্দ কুমার। আগামী ১১ ডিসেম্বর মিরিক পুরসভায় নির্বাচন হবে। দার্জিলিং জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “মিরিকে ৩ জন নির্দল মনোনয়ন প্রত্যাহার করেছেন। বাকি নির্দলেরা করেননি। ফলে, মিরিকে পুর-ভোট হচ্ছে। ভোটের প্রস্তুতি চলছে।”
এ দিন বিকেল ৩টেয় মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। তার পরেই মোর্চার তরফে ‘দলবিরোধী’ কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বহিষ্কৃত বিজয় তামাং, রোশন তামাং এবং কৃষ্ণা সারকি--মিরিক এলাকায় মোর্চা নেতা বলে পরিচিত। ওই তিন জনের দাবি, ‘এলাকাবাসী চেয়েছেন’ বলেই তাঁরা পুর-ভোটে লড়ছেন। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংএই তিন পুরসভা ইতিমধ্যেই দখল করেছে মোর্চা। দার্জিলিং এবং কার্শিয়াং পুরসভায় জয়ী মোর্চার প্রার্থীদের নাম ঘোষণা করে প্রশাসনের তরফে তাঁদের ‘সার্টিফিকেট’ও দেওয়া হয়েছে। আজ, শনিবার কালিম্পং পুরসভায় জয়ীদের ‘সার্টিফিকেট’ দেওয়া হবে। |
|
|
|
|
|