প্রতারণা মামলায় অভিযুক্ত রাজীব ভদ্রের স্ত্রী নামে কেনা হয়েছে, এই সন্দেহে একটি গাড়ি আটক করল পুলিশ। রাতে আমবাড়ির একটি গ্যারাজ থেকে পুলিশ গাড়িটি আটক করে। পুলিশের দাবি, ওই গাড়িটিও মুম্বইয়ের ওই সংস্থার কাছ থেকে কমিশন বাবদ পেয়েছিলেন রাজীব। এর আগে পুলিশ রণবীর দাসের কাছ থেকেও একটি গাড়ি এবং দামী মোটর বাইক আটক করে। শহরের মিলনপল্লি এলাকা থেকে আরও একটি গাড়ি আটক করা হয়। ওই গাড়িটিও রাজীবের বলে সন্দেহ পুলিশের। মুম্বইয়ের ওই সংস্থার কাছ থেকে কমিশন বাবদ কারা গাড়ি পেয়েছিলেন তার তালিকা পেয়েছে পুলিশ। তালিকা ধরে অন্য গাড়িগুলির তল্লাশি চলছে। এক তদন্তকারী অফিসার বলেন, “ধৃতেরা তথ্য গোপন করার চেষ্টা করছে। জেরায় সেগুলি জানার চেষ্টা হচ্ছে।” এদিনই শিলিগুড়ি থানায় শেখর দাস নামে এক ব্যক্তি ধৃতদের বিরুদ্ধে নতুন মামলা করেন। অভিযোগ, ধৃত রাজীব ভদ্রদের কথায় তিনি মুম্বইয়ের ওই সংস্থায় টাকা নিয়োগ করেছিলেন। শিলিগুড়ি আদালতেও এদিন একটি মামলা গৃহীত হয়। বৃহস্পতিবার পুলিশ এই মামলায় ধৃত বিমাকর্মী রাজীব ভদ্র, ব্যাঙ্ককর্মী রণবীর দাস, দেবব্রত পালকে নিজেদের হেফাজতে নেয়। স্টেশন ফিডার রোডের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে রাজীবের ১৬টি অ্যাকাউন্টের হদিশ মেলে। সেখানে ৭৮ লক্ষ টাকার লেনদেন হয়েছিল। ওই টাকা কোথায় গেল সেটাও জানার চেষ্টা হচ্ছে। পাশাপাশি, রণবীর দাসের স্ত্রী দেবলীনা দেবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ৩৭ লক্ষ টাকার হদিস করার চেষ্টা হবে। শিলিগুড়ির এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও খোঁজ চলছে বলে জানা গিয়েছে।
|
গোর্খা এন্ড আদিবাসী টেরিটোরিয়ালের অ্যাডমিনিস্ট্রেশনের সমর্থনে জনমত টানার জন্য মরিয়া হয়ে উঠেছেন সাংগঠনিক ভাবে শাস্তির মুখে পড়া আদিবাসী বিকাশ পরিষদের নেতারা। শুক্রবার ডুয়ার্সের কালচিনিতে বৈঠক করেন আদিবাসী বিকাশ পরিষদের শো-কজ হওয়া নেতা জন বার্লা। ডুয়ার্সের কুমারগ্রাম থেকে বানারহাট, নানা এলাকা থেকে আগত প্রতিনিধিদের বোঝানোর চেষ্টা করেন জন বার্লারা। সভায় জন ছাড়াও সুকরা মুন্ডা, রাজু বারা, রাজেশ বার্লা, ত্রিয়োফিল সোরেন সহ বিকাশ পরিষদের একাধিক নেতা গোর্খা অ্যান্ড আদিবাসী টেরিটোরিয়ালের অ্যাডমিনিস্ট্রেশনের চুক্তি নিয়ে মতামত প্রকাশ করেন। বৈঠকের পরে জন বার্লা বলেন, “আমরা কেন্দ্রীয় কমিটির শো কজের জবাব দিয়েছি। ২৬ নভেম্বর কলকাতায় কেন্দ্রীয় কমিটির কাছে যাব।”
|
চাঁদা না পেয়ে স্কুলের শিক্ষকের বাইক আটকে হেনস্থার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার এর প্রতিবাদে ওই শিক্ষকের স্কুলে অবরোধ করে বিক্ষোভ দেখাল ধৃতদের পরিবারের লোক। ফালাকাটা ধনীরামপুর পঞ্চায়েতের খগেনহাট গ্রামে ঘটনাটি ঘটেছে। গ্রামে ভান্ডানি পুজোয় শিক্ষকের কাছে চাঁদার দাবি করেন স্থানীয় ক্লাবের সদস্যরা। চাঁদা না দেওয়ায় তাঁকে বাইক সহ আটকে গালিগালাজ করার অভিযোগ ওঠে।
|
কাজের দাবিতে শুক্রবার তৃণমূলের শ্রমিক সংগঠনের তরফে রেলের ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। আইএনটিটিইউসি অনুমদিত আলিপুরদুয়ার কন্ট্রাক্টর লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক তপেন কর জানান, গত জুন মাস থেকে রেলের জোনের কাজ বন্ধ হয়ে রয়েছে। বাম সমর্থিত লেবার ইউনিয়নের বাধায় শ্রমিকরা কাজ পাচ্ছেন না। জোনের টেন্ডার ডেকে কাজ চালুর দাবিও জানানো হয়েছে।
|
ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার মুখে পড়ল একটি বাস। শুক্রবার দুপুর ৩টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার শালুগাড়ার সাতমাইলের কাছে। ওই ঘটনায় ৫ জন জখম হয়েছেন। পুলিশ ওই বাসটিকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামসিং থেকে একটি বাস যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। সেটি একটি গাছে ধাক্কা মারে। জখমদের চিকিৎসার জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়।
|
পারিবারিক বিবাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক যুবক। শুক্রবার ঘটনাটি ঘটে নকশালবাড়ি থানার ঢাকনাজোতে। পুলিশ জানায়, মৃতের নাম নির্মল রায় (৩১)। দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে এদিন বচসা হয়। স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে আত্মীয়ের বাড়ি চলে যায়। তার পরেই বাড়ির বারান্দায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
শুক্রবার নিখিল বঙ্গ প্রাথমিক পার্শ্বশিক্ষক সমিতির ফাঁসিদেওয়া সার্কেলের তরফে ১০ দফা দাবি পূরণে স্থানীয় স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সম্পাদক মহম্মদ আশারুলের অভিযোগ, “বহির্মূল্যায়নে পার্শ্ব শিক্ষকদের পরীক্ষক হিসেবে নিয়োগ না করে স্থায়ী শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কাজ করে আসা সত্ত্বেও আমাদের স্থায়ী করা হচ্ছে না।” |