|
|
|
|
পুলিশের কাজে খুশি বিদেশিনি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভিসা কার্ড সহ সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল নরিকো নিশিজাওয়া। কী করবেন ভেবে না পেয়ে এক ছোট গাড়ির চালকের সহায়তা নিয়ে তিনি প্রধাননগর থানায় যান। ভাঙা ভাঙা ইংরেজিতে তাঁর পরিস্থিতির কথা জানান। পুলিশের পরামর্শ মেনে একরাত হোটেলে থেকে যান তিনি। ১২ ঘন্টার মধ্যেই তাঁর হারিয়ে যাওয়া জিনিস খুঁজে নরিকোর কাছে পৌঁছে দেয় পুলিশ। শুক্রবার জিনিস ফিরে পেয়ে খুশি নরিকো পুলিশকে ধন্যবাদ জানিয়ে শিলিগুড়ি ছাড়লেন। নরিকো জাপানের নাগানো সিটির বাসিন্দা। দিন দশেক আগে দার্জিলিং-এ ঘুরতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে সর্বস্ব হারান। দার্জিলিংয়ের পুলিশ সুপার আনন্দ কুমার বলেন, “এক পর্যটকের সর্বস্ব হারিয়েছে শুনে পুলিশ তদন্ত শুরু করে। এক রাতের মধ্যেই সে সব তাঁর হাতে তুলে দেওয়া হয়।” দিন দশেক আগে কলকাতা হয়ে দার্জিলিংয়ে যান জাপানের বাসিন্দা ওই মহিলা। সেখানে দার্জিলিং ডাকঘরের পিছনের একটি হোটেলে তিনি ছিলেন। মঙ্গলবার দুপুরে হোটেলের সামনে থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে শিলিগুড়ি রওনা হন। রাতে ট্রেন ধরে তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। সন্ধ্যা ৭টা নাগাদ প্রধাননগরে তিনি গাড়িটি ছেড়ে দেন। কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আরেকটি গাড়ি নিয়ে তিনি এনজেপির উদ্দেশে রওনা হন। সেই সময় তাঁর ব্যাগটি হারিয়ে গিয়েছে বুঝতে পারেন। গাড়ির চালক মহম্মদ নজরুলকে ঘটনার কথা জানান। নজরুল তাঁকে প্রধাননগর থানায় নিয়ে যান। প্রধাননগর থানায় একটি অভিযোগ দায়ের করেন নরিকো। পুলিশ তাঁকে থানা সংলগ্ন একটি হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। পুলিশ জানায়, অভিযোগ পেয়ে পুলিশ দার্জিলিংয়ের যে হোটেলে নরিকো ছিলেন তার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে কোন গাড়ি ভাড়া করে নরিকো শিলিগুড়ি রওনা হন তা নিয়ে খোঁজ নেওয়া হয়। কয়েক ঘণ্টায় গাড়ির চালকের নাম এবং গাড়ির নাম পুলিশ পেয়ে যায়। প্রধাননগরেই ওই গাড়ির মালিক থাকেন বলে পুলিশ জানতে পারে। রাতেই মালিকের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করেন। পরে চালক ওই মহিলার ব্যাগ থানায় ফিরিয়ে দিয়ে যান। ওই গাড়ির চালক রাজকুমার ছেত্রী পুলিশকে জানান, প্রথমটায় তিনি ব্যাগ লক্ষ করেননি। পরে ব্যাগ দেখে ওই মহিলার খোঁজ করেছেন। না পেয়ে তিনি বাড়ি চলে যান। এদিন সকালে ব্যাগটি পুলিশের কাছে জমা দেবেন বলে ঠিক করে রাখেন। পুলিশ জানায়, নরিকোর ব্যাগে ২৫০ ইউএস ডলার, ২০০০ জাপানিস ইয়েন, ৩০০০ টাকা, ২টি ক্রেডিট কার্ড, ভিসা, দুটি ইলেকট্রনিক ডিকশনারি, রেলের টিকিট, একটি জাপানি মোবাইল ছিল। ব্যাগের সব কিছুই ফেরত পেয়েছেন তিনি। প্রধাননগর থানার এক পুলিশ অফিসার জানান, চামড়ার একটি ব্যাগে সমস্ত জিনিস নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরছেন জাপানের পর্যটক নরিকো । এ দিন ভুল করে তিনি ব্যাগটি গাড়ির মধ্যে রেখেই বেরিয়ে যান। তিনি বলেন, “সমস্ত কিছু ফিরে পেয়ে খুব খুশি হয়েছেন তিনি। বার বার ‘ধন্যবাদ’ জানিয়েছেন। আমাদেরও খুব ভাল লাগছিল। টিকিটের জন্য তাঁর সফর একদিন পিছলেও তিনি আফসোস করেননি। এ দিন তিনি কলকাতায় ফিরে যান।” |
|
|
|
|
|