|
|
|
|
একই প্রশ্নে পরীক্ষা ভিন্ন সময়ে, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
একই প্রশ্নপত্রে ভিন্ন সময়ে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়ার ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার এই ঘটনা ঘটে বালুরঘাট-সহ জেলার কয়েকটি স্কুলে। ওই প্রশ্নপত্র তৈরি করেছে এবিটিএ। তাই এবিটিএ’র ভূমিকা নিয়ে শিক্ষক মহলের একাংশে প্রশ্ন উঠেছে। এবিটিএ’র দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মণীশ চাকলাদার অবশ্য দাবি করেন, “প্রশ্নপত্রের সঙ্গেই স্কুলগুলিকে সকাল ১০টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নিতে বলা হয়। তার পরেও বেশ কিছু স্কুল বেলা ১১টা থেকে টেস্ট পরীক্ষা শুরু করেছে। এতে সংগঠনের তরফে কোনও গাফিলতি নেই।”
এই ঘটনার কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সহ সচিব মুক্তা নার্জিনারি। তিনি বলেন, “এতে প্রশ্ন ফাঁসের আশঙ্কা রয়েছে। টেস্ট পরীক্ষার ক্ষেত্রে পর্ষদের কোনও নিয়ন্ত্রণ থাকে না। ফলে স্থানীয় ভাবে এই সমস্যা প্রশাসনকে দেখে ব্যবস্থা নিতে হবে।” দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “শনিবার থেকে যাতে সব স্কুলে একই সময়ে পরীক্ষা হয় তার ব্যবস্থা করতে স্কুল পরিদর্শককে বলা হয়েছে।” উচ্চ মাধ্যমিক স্কুল পরিদর্শক সুবোধ চট্টোপাধ্যায় বলেন, “একই প্রশ্নপত্রে বিভিন্ন সময়ে পরীক্ষা নেওয়া যায় না। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি। শনিবার থেকে যাতে এমন না হয় সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।” কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী বলেন, “অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলব।” দক্ষিণ দিনাজপুরের অধিকাংশ (মোট ৯২টি উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে ৭৬টি স্কুলে) উচ্চ মাধ্যমিক স্কুলে এদিন থেকে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এবিটিএ’র প্রশ্নপত্রে বালুরঘাটের হাইস্কুল, আদর্শ হাইস্কুল, গালর্স হাইস্কুলগুলিতে সকাল ১০টা থেকে বাংলা বিষয়ে টেস্ট পরীক্ষা শুরু হয়। অথচ বালুরঘাট নদীপাড় এনসি হাইস্কুলে পরীক্ষা শুরু হয় এক ঘন্টা বাদে সকাল ১১টা থেকে। এভাবে পতিরাম গার্লস হাইস্কুলে সকাল ১০টায় পরীক্ষা চললেও পাশের পতিরাম হাইস্কুলে পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। অভিযোগ, পরীক্ষা শুরু হওয়া স্কুলগুলি থেকে মোবাইলে নিমেষের মধ্যে প্রশ্নপত্র দেরিতে পরীক্ষা শুরু হওয়া স্কুলগুলিতে ছড়িয়ে পড়ে। তুমুল শোরগোল পড়ে যায়। নদীপাড় এনসি হাইস্কুলের প্রধান শিক্ষক মদনমোহন মৈত্রের দাবি, “এবিটিএ থেকে প্রশ্নপত্রের সঙ্গে যে সময়সূচি দেওয়া হয়, তাতে টেস্ট পরীক্ষা বেলা ১১টা থেকে শুরুর কথা বলা হয়েছে।” পতিরাম হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক প্রবীর গোস্বামী বলেন, “আমরা পরীক্ষা শুরুর কোনও নির্ঘন্ট এবিটিএর তরফে পাইনি। এবিটিএ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে এই সমস্যা তৈরি হয়েছে।” জেলা কংগ্রেস ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়ে পরীক্ষা বাতিলের দাবি তুলেছে। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “প্রশাসন ব্যবস্থা না নিলে আন্দোলন হবে।” |
|
|
|
|
|