নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গত বছর ২৬ সেপ্টেম্বর রিং রোডের শিল্যানাস করেন তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন। কিন্তু রাস্তা তৈরির কাজ শুরু হয়নি। পরিকল্পনা অনুযায়ী দুই লেনের ওই রাস্তার মোট প্রস্থ প্রায় ২১ ফুট। তাই বর্তমানে যে এক লেনের রাস্তা রয়েছে তার বাইরেও জমি লাগবে। কিন্তু সেই জমি ব্যক্তিগত মালিকানায় থাকায় সমস্যা হয়। এডিডিএ-র চেয়ারম্যান তাপসবাবু জানান, প্রয়োজনীয় জমির জন্য ইতিমধ্যেই তিনি বৈঠক করেছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের সঙ্গে। উপস্থিত ছিলেন দুর্গাপুর-ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুব্রত পাল। তাপসবাবু বলেন, “সর্বদলীয় বৈঠক করে এলাকার উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় জমির ব্যবস্থা করার উদ্যোগ চলছে। এছাড়া কিছু জায়গা বন দফতরের। কথা চলছে তাদের সঙ্গেও।”
বিধায়ক গৌরাঙ্গবাবু জানান, রাস্তা তৈরির ব্যাপারে তাঁদের তরফে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি বলেন, “রাস্তার জন্য যাঁদের জমি প্রয়োজন, মার্কেট কমপ্লেক্স গড়ে তাঁদের সেখানে দোকানঘর দেওয়া যায় কি না তা বিবেচনা করে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে জমি-মালিকেরাও উৎসাহী হবেন।” পাশাপাশি তিনি দ্রুত জমি মালিকদের তালিকা তৈরির দাবি জানিয়েছেন। এডিডিএ সূত্রে জানা গিয়েছে, রাস্তার সম্পূর্ণ ‘স্কেচ’ এবং জমি মালিকদের তালিকা তৈরির কাজ চলছে। |