টুকরো খবর
আগুনে ধান ভস্মীভূত
পোড়া ধান। নিজস্ব চিত্র
আগুনে পুড়ল প্রায় ১০ বিঘা জমির ধান। কালনার মদনহাসা গ্রামে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ামত আলি শেখ নামে এক স্কুল শিক্ষক সম্প্রতি তাঁর খামারে ওই ধান তুলে রেখেছিলেন। রাত আড়াইটে নাগাদ ধানের গাদা থেকে আগুন বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে গ্রামের মসজিদ থেকে আগুন লাগার কথা প্রচার করা হয়। গ্রামবাসীরাই আগুন নেভাতে নামেন। খবর যায় দমকলের কালনা শাখায়। একটি ইঞ্জিন রাতভর চেষ্টায় শুক্রবার সকালে আগুন আয়ত্তে আনে। নিয়ামতনা শেখের অভিযোগ, “আক্রোশের জেরে কেউ বা কারা আগুন লাগিয়ে থাকতে পারে।”

হস্তশিল্প তালুক হবে সমুদ্রগড়ে, আশ্বাস মানসের
হুগলির ধনেখালি ও বর্ধমানের সমুদ্রগড়ে হস্তশিল্প তালুক গড়ার ব্যাপারে বিশেষ উদ্যোগ হয়েছে বলে জানালেন রাজ্যের ক্ষুদ্র, কুটিরশিল্প ও বস্ত্র মন্ত্রী মানস ভুঁইয়া। শুক্রবার বর্ধমানের পূর্বস্থলীতে আয়োজিত এক শিবিরে এ কথা বলেন মন্ত্রী। এ দিন পূর্বস্থলী ১ ব্লকের নজরুল মঞ্চে হস্ত ও তাঁত শিল্পীদের সচিত্র পরিচয়পত্র, শিল্পী ঋণপত্র ও স্বাস্থ্যবিমা বিতরণের জন্য ওই শিবির আয়োজিত হয়। সেখানে মন্ত্রী বলেন, “ধনেখালি ও সমুদ্রগড়ে প্রচুর তাঁতশিল্পীর বাস। তাই এই দুই এলাকায় হস্তশিল্প তালুক গড়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, বস্ত্রমন্ত্রী আনন্দ শর্মা এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। এ ব্যাপারে বস্ত্রমন্ত্রী ইতিমধ্যে ইতিবাচক ইঙ্গিতও দিয়েছেন।” ওই তালুক গড়ে উঠলে ধনেখালি, সমুদ্রগড় ও আশপাশের এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে দাবি মন্ত্রীর। তবে কেন্দ্রের তরফে এ ব্যাপারে অনুমোদন পাওয়া গেলেই এগোনো হবে বলে জানান মন্ত্রী। রাজ্য সরকার নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পের জন্য ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম ডেভেলপমেন্ট’ নামে একটি প্রতিষ্ঠান গড়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে বলেও জানান মন্ত্রী। এ দিনের শিবিরে বেশ কিছু তাঁতি ও হস্তশিল্পীর হাতে ঋণপত্র তুলে দেন মন্ত্রী। এর মাধ্যমে শিল্পীরা নানা সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে ছিলেন দফতরের প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তী, স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ প্রমুখ। পরে মানসবাবু পূর্বস্থলীর শ্রীরামপুরে একটি পাওয়ার লুম উদ্বোধন করেন।

বস্তাবন্দি চারটি খুলি উদ্ধার মাধবডিহিতে
নিজস্ব চিত্র
কাটনা বিলের কালভার্টের নীচে বস্তাবন্দি অবস্থায় চারটি মানুষের মাথার খুলি উদ্ধার হল। শুক্রবার মাধবডিহি থানার কাইতির কাছে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এক তান্ত্রিক পাড়ায় পাড়ায় এই খুলি নিয়ে ঘুরতেন। এগুলি নিয়ে নানা রকমের যাদুবিদ্যাও দেখাতেন তিনি। কুকুরের তাড়ার মুখেই তিনি সেগুলি ফেলে পালিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। তবে মাধবডিহি থানা এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি। থানা সূত্রে জানা গিয়েছে, এই খুলি উদ্ধারের পিছনে কোনও রাজনৈতিক কারণ বা খুনের ঘটনা নেই বলেই জানা গিয়েছে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “এই খুলির মাত্র দুটি আস্ত। সেগুলিতে সিঁদুর লাগানো রয়েছে। অন্য দু’টি খুলি ভাঙা। কেউ এগুলিকে ফেলে দিয়ে গিয়েছে বলেই সন্দেহ। তবে মাধবডিহি থানা একটি অস্বাভিক মৃত্যুর মামলা দায়ের করেছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.