হস্তশিল্প তালুক হবে সমুদ্রগড়ে, আশ্বাস মানসের |
হুগলির ধনেখালি ও বর্ধমানের সমুদ্রগড়ে হস্তশিল্প তালুক গড়ার ব্যাপারে বিশেষ উদ্যোগ হয়েছে বলে জানালেন রাজ্যের ক্ষুদ্র, কুটিরশিল্প ও বস্ত্র মন্ত্রী মানস ভুঁইয়া। শুক্রবার বর্ধমানের পূর্বস্থলীতে আয়োজিত এক শিবিরে এ কথা বলেন মন্ত্রী। এ দিন পূর্বস্থলী ১ ব্লকের নজরুল মঞ্চে হস্ত ও তাঁত শিল্পীদের সচিত্র পরিচয়পত্র, শিল্পী ঋণপত্র ও স্বাস্থ্যবিমা বিতরণের জন্য ওই শিবির আয়োজিত হয়। সেখানে মন্ত্রী বলেন, “ধনেখালি ও সমুদ্রগড়ে প্রচুর তাঁতশিল্পীর বাস। তাই এই দুই এলাকায় হস্তশিল্প তালুক গড়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, বস্ত্রমন্ত্রী আনন্দ শর্মা এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। এ ব্যাপারে বস্ত্রমন্ত্রী ইতিমধ্যে ইতিবাচক ইঙ্গিতও দিয়েছেন।” ওই তালুক গড়ে উঠলে ধনেখালি, সমুদ্রগড় ও আশপাশের এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে দাবি মন্ত্রীর। তবে কেন্দ্রের তরফে এ ব্যাপারে অনুমোদন পাওয়া গেলেই এগোনো হবে বলে জানান মন্ত্রী। রাজ্য সরকার নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পের জন্য ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম ডেভেলপমেন্ট’ নামে একটি প্রতিষ্ঠান গড়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে বলেও জানান মন্ত্রী। এ দিনের শিবিরে বেশ কিছু তাঁতি ও হস্তশিল্পীর হাতে ঋণপত্র তুলে দেন মন্ত্রী। এর মাধ্যমে শিল্পীরা নানা সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে ছিলেন দফতরের প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তী, স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ প্রমুখ। পরে মানসবাবু পূর্বস্থলীর শ্রীরামপুরে একটি পাওয়ার লুম উদ্বোধন করেন।
|
বস্তাবন্দি চারটি খুলি উদ্ধার মাধবডিহিতে |