উত্তরবঙ্গ |
ফিরল না দুই বন্ধু, বনেটে মাথা ঠুকলেন পরিজনেরা
|
|
নিজস্ব সংবাদদাতা, ঘোকসাডাঙা (কোচবিহার): বাড়িতে না জানিয়ে কখনও বাইরে রাত কাটাননি বাবলু রায় (৩৫)। আর অমৃত মণ্ডল (৩৭) ফোন করে জানিয়েছিলেন, একটু বাদেই ফিরছি। কিন্তু রাতে কেউই ফেরেননি। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছেই পাওয়া যায় বাবলু ও অমৃতের দেহ। তার জেরে উত্তেজনা ছড়ায় কোচবিহারের ঘোকসাডাঙার লতাপোতা পঞ্চায়েতের লাফাবাড়িতে। ক্ষোভের পাশাপাশি শোকেও থমথমে গোটা এলাকা। |
|
খুনের তদন্তে ভাল কুকুরের দাবি,
পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ
|
অরিন্দম সাহা, ঘোকসাডাঙা (কোচবিহার): এক সোনার দোকানের মালিক ও তাঁর বন্ধুকে খুনের তদন্তে গিয়ে জনতার রোষের মুখে পড়ল পুলিশ। কোচবিহারের মাথাভাঙার ঘোকসাডাঙা পুঁটিমারি এলাকার বাসিন্দাদের দাবি ছিল, তদন্তের জন্য পুলিশ যে প্রশিক্ষিত কুকুরটি নিয়ে গিয়েছিল, তা ভাল নয়। আরও ‘ভাল কুকুর’ এনে খুনিদের অবিলম্বে চিহ্নিত করার দাবিতে প্রায় দুপুর পর্যন্ত পুলিশকে ঘিরে রাখে জনতা। |
|
|
জুয়ায় হেরে নাবালিকা মেয়েকে বাজি ধরলেন বাবা |
|
গাছতলায় আর পড়া নয়,
পাকা ঘর পাবে পড়ুয়ারা |
|
বাস কম, ট্রেনের
দেরিতে দুর্ভোগ |
জাতীয় নির্বাচক দিবস
পালন করবে প্রশাসন |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
থানায় এলেই এগিয়ে দিন
জলের গ্লাস, নির্দেশ
দিলেন
জগমোহন |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: থানায় কেউ অভিযোগ জানালে গেলে তাঁকে প্রথমে এক গ্লাস জল দিতে হবে। তাতে তিনি অনেক স্বচ্ছন্দ বোধ করবেন। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দায়িত্ব নেওয়ার পরে পুলিশকর্মীদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিলেন সদ্য নিযুক্ত পুলিশ কমিশনার জগমোহন। |
|
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: ভাইয়ের সঙ্গে বকেয়া মজুরি নিয়ে বিবাদের জেরে বাড়িতে ঢুকে দিদিকে গণধর্ষণের অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে ফালাকাটার জটেশ্বর ২ পঞ্চায়েতের কাঁঠালবাড়ি গ্রামের এই ঘটনায় সাত প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ধর্ষণ করার পর ওই তরুণী বধূ ও তাঁর মাকে মারধরও করা হয়। |
মজুরি নিয়ে বিবাদ,
বধূকে গণধর্ষণের অভিযোগ |
|
টুকরো খবর |
|
|