পরীক্ষার্থীকে সাহায্য, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
নদিয়ায় আবগারি দফতরের কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থীর মোবাইল ফোনে এসএমএসে উত্তর পাঠানোয় দুই ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করল সিআইডি। বুধবার রাতে মোবাইলের সূত্র ধরে বালুরঘাট শহরের মালোপাড়া এলাকা থেকে ওই দুই ব্যাঙ্ক কর্মীকে গ্রেফতার করে তারা। ধৃতদের নাম সুব্রত বিশ্বাস এবং গোপাল কৃষ্ণ বিশ্বাস। ধৃতদের মধ্যে সুব্রত বিশ্বাসের বাড়ি মালদহের পাকুয়াহাট এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বালুরঘাট শাখায় সহকারী ক্যশিয়ার পদে কর্মরত ছিলেন। গোপালবাবু নদিয়ার কৃষ্ণনগর শহরের হাটগছ এলাকার বাসিন্দা। তিনি বালুরঘাটে একটি ব্যাঙ্কের কর্মী। ধৃতদের এ দিন আদালতে তোলা হয়।
|
দুষ্কৃতী ধৃত
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
মোটর বাইক সহ দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। বুধবার রাতে গোয়ালপোখরের ঝাড়বাড়িতে ঘটনা ঘটে। ধৃত সাজ্জাদ হুসেন এলাকারই বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। একটি বাইকও আটক করেছে। ওই ব্যক্তি বাইক চুরি চক্রে জড়িত। থানার ওসি অভিজিৎ দত্ত বলেন, চক্রের বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।
|
হাঁসুয়ার কোপ
নিজস্ব সংবাদদাতা • রতুয়া |
কলাইয়ের খেত নষ্ট করাকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীকে হাঁসুয়ার কোপ দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর এলাকার বাসিন্দাদের হাতে প্রহৃত হয়েছে অভিযুক্তও। মালদহের রতুয়ার ভাসারামটোলা এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। জখম দুজনকেই রতুয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
মালদহ ও বালুরঘাটে হেলিকপ্টারের মহড়া। ছবি: মনোজ মুখোপাধ্যায় ও অমিত মোহান্ত। |
সম্প্রতি মুখ্যমন্ত্রী মালদহ সফরে এসে ঘোষণা করেছিলেন, মালদহ-কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালু করা হবে। সেই মতো কলকাতা, মালদহ ও বালুরঘাটে পরিষেবা চালু করার আগে বৃহস্পতিবার মহড়া হল। রাজ্যের পযর্টনমন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী জানান, কলকাতা, মালদহ ও বালুরঘাটের মধ্যে ৯ আসন বিশিষ্ট হেলিকপ্টার পরিষেবা খুব শীঘ্রই চালু হবে। |