উত্তর দিনাজপুরের নতুন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে জাতীয় নির্বাচক দিবস পালন করবে প্রশাসন। বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া। তিনি জানান, ২৫ ও ২৬ জানুয়ারি ৯৮টি পঞ্চায়েতের প্রতিটি বুথ, নয়টি ব্লক ও জেলা স্তরে জাতীয় নির্বাচক দিবসের নানা অনুষ্ঠান পালন করা হবে। লোকসভা নির্বাচনের আগে ২৫ হাজারেরও বেশি নতুন ভোটারকে এপিক কার্ড বা সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে।জেলাশাসক জানান, ২৫ জানুয়ারি জেলার প্রতিটি বুথ ও ব্লকে নতুন ভোটারদের নিয়ে গান, ম্যারাথন ও ক্যুইজ, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। ওই দিন প্রশাসনিক কর্তারা নয়া ভোটারদের নিয়ে রায়গঞ্জের ঘড়িমোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত একটি পদযাত্রা করবেন। পদযাত্রার শেষে বিদ্যাচক্র হাইস্কুল চত্বরে পড়ুয়া, নতুন ভোটারদের নিয়ে ছবি আঁকা, গান লেখা ও বিভিন্ন ধরনের আয়োজন করা হবে। ২৬ জানুয়ারি রায়গঞ্জের স্টেডিয়াম মাঠে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে ভোটারদের ক্রিকেট প্রতিযোগিতা হবে। জাতীয় নির্বাচক দিবসের অনুষ্ঠান সফল করতে এ দিন জেলাশাসক ও আধিকারিকেরা মাল্টিপারপাস হলে নানা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত ও শহর তৃণমূল সভাপতি প্রিয়তোষ মুখোপাধ্যায় পৃথক ভাবে বলেন, “অনুষ্ঠান সফল করতে প্রশাসনকে সহযোগিতা করা হবে।” |