পুরুলিয়া-বাঁকুড়া |
এ বার বাসের ছাদে আছড়ে পড়ল রেলগেট |
|
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: বাঁকুড়ার পরে এ বার পুরুলিয়া। লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ বার যাত্রিবাহী বাসের মাথায় ভেঙে পড়ল রেলগেট। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে, পুরুলিয়া-বরাকর রাস্তার উপরে গোশালা লেভেল ক্রসিংয়ে। দিন কয়েক আগেই বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙা লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেলগেট আছড়ে পড়েছিল এক স্কুলশিক্ষকের মাথায়। হেলমেট পরা থাকায় সে যাত্রা জোর বাঁচা বেঁচেছিলেন ওই শিক্ষক। পুরুলিয়াতেও বাসের ছাদে কোনও যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। |
|
অনেক ক্লাস ফাঁকা, সম্মেলনে তৃণমূল সংগঠনের শিক্ষকেরা |
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: তৃণমূল প্রভাবিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠনের জেলা সম্মেলন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে পুরুলিয়ায়। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে ‘ওয়েবকুপা’র প্রথম জেলা সম্মেলন ছিল পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দির সভাঘরে। জেলার বিভিন্ন কলেজ-সহ সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকেই ওই সভায় যাওয়ায় এ দিন অধিকাংশ ক্লাস হয়নি বলে অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরা। |
|
|
টুকরো খবর |
|
বীরভূম |
জল নিয়ে জলঘোলা, সিউড়িতে সরব তৃণমূলই |
|
ভাস্করজ্যোতি মজুমদার, সিউড়ি: জল নিয়ে জল ঘোলা। সাড়ে ৬ বছরের বেশি সময় পরে সিউড়ির জল প্রকল্পের উদ্বোধন হবে কাল, শনিবার। তার আগেই তৃণমূলেরই ৫ কাউন্সিলর এই খাতে বরাদ্দ টাকা নয়-ছয়ের অভিযোগ তুললেন দলীয় পুরপ্রধানের বিরুদ্ধে। শুধু তাই নয়, এ ব্যাপারে তাঁরা দলীয় পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও লিখিত ভাবে জানিয়েছেন। একই অভিযোগ তুলে সরব হয়েছেন আরও তিন কংগ্রেস কাউন্সিলর। দলের কাউন্সিলররা সরব হওয়ায় স্বভাবতই পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায় খানিকটা অস্বস্তিতে পড়েছেন বলে মনে করছেন এলাকার বাসিন্দা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পুরপ্রধান। |
|
নিজস্ব সংবাদদাতা, ময়ূরেশ্বর: এক শিক্ষিকার বদলি সংক্রান্ত ছাড়পত্র না দেওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ময়ূরেশ্বরের একটি মেয়েদের স্কুলে। অভিভাবকদের একাংশের আশঙ্কা, ঘটনার জেরে দুই শিক্ষিকার কাজিয়ায় স্কুলের পঠনপাঠনই ব্যাহত হতে বসেছে। ঘটনাটি ময়ূরেশ্বর বালিকা বিদ্যালয়ের।
স্কুল সূত্রে খবর, সম্প্রতি ওই স্কুলের ৯ জন শিক্ষিকা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেন। ৩ জন ইন্টারভিউয়ের ডাক পান। দু’জন উত্তীর্ণ হন। ইতিহাসের শিক্ষিকা এষা বন্দ্যোপাধ্যায় হুগলির স্কুলে নিয়োগপত্র পান। |
শিক্ষিকাকে ছাড়পত্র না
দেওয়ায় বিতর্ক ময়ূরেশ্বরে |
|
সাগর ঘোষ হত্যা মামলায় সময় চাইল রাজ্য সরকার |
|
|
চিত্র সংবাদ |
|
|