|
|
|
|
এ বার বাসের ছাদে আছড়ে পড়ল রেলগেট
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
বাঁকুড়ার পরে এ বার পুরুলিয়া। লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ বার যাত্রিবাহী বাসের মাথায় ভেঙে পড়ল রেলগেট। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে, পুরুলিয়া-বরাকর রাস্তার উপরে গোশালা লেভেল ক্রসিংয়ে। দিন কয়েক আগেই বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙা লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেলগেট আছড়ে পড়েছিল এক স্কুলশিক্ষকের মাথায়। হেলমেট পরা থাকায় সে যাত্রা জোর বাঁচা বেঁচেছিলেন ওই শিক্ষক। পুরুলিয়াতেও বাসের ছাদে কোনও যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। |
|
সেই রেলগেট। |
গোশালা লেভেল ক্রসিংটির অবস্থান আদ্রা ডিভিশনের পুরুলিয়া-কোটশিলা শাখার পুরুলিয়া ও গৌরীনাথধাম স্টেশনের মাঝখানে। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে টাটানগর-হাটিয়া প্যাসেঞ্জার পুরুলিয়া স্টেশন ছেড়ে এই লেভেল ক্রসিং পেরিয়ে যাওয়ার পরে রেলগেট খুলে দেওয়া হয়। তখনই দুর্ঘটনাটি ঘটে। ওই সময় একটি যাত্রিবাহী বাস রেলগেট পার হয়ে রঘুনাথপুরের দিক থেকে পুরুলিয়া শহরে ঢুকছিল। আচমকাই দক্ষিণ প্রান্তের রেলগেটটি বাসের মাথায় সশব্দে আছড়ে পড়ে! ঘটনার প্রত্যক্ষদর্শী বিনোদ বাউরি বলেন, “আমি দূর থেকে দেখলাম বাসের উপরে গেটটা ভেঙে পড়ল।”
এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দক্ষিণ প্রান্তের রেলগেটের একটা বড় অংশ নাট-বোল্ট খুলে ভেঙে পড়ে রয়েছে। কী ভাবে গেটটি ভেঙে পড়ল, তা অবশ্য বলতে পারেননি গেটম্যান শিখর বাউরি। তাঁর কথায়, “টাটানগর-হাটিয়া
|
যেখান থেকে ভেঙেছে। |
প্যাসেঞ্জার পার হওয়ার পরে আমি যথারীতি গেট খুলে দিয়েছিলাম। তখন গেটটা উঠছিল। আমি কেবিনের ভিতরের দিকে মুখ ফেরাতেই জোরে আওয়াজ শুনি। দেখি, গেটের একটা অংশ ভেঙে পড়েছে।” রঘুনাথপুর-পুরুলিয়া রুটের যে বাসের ছাদে রেলগেট পড়েছে, সেটির কন্ডাক্টর সজল দে বলেন, “গেট খুলতে সামনে থাকা মোটরবাইক পেরিয়ে যেতেই আমাদের বাসটা লাইনে ঢুকল। এক প্রান্তের গেট পেরিয়ে সবে দ্বিতীয় প্রান্তের গেট পার হচ্ছি, তখন ছাদের উপর কিছু পড়ার শব্দ শুনলাম। বেরিয়ে দেখি ওই কাণ্ড।”
ওই রাস্তায় নিত্য যাতায়াত করা বোঙাবাড়ি গ্রামের বাসিন্দা শ্রীকান্ত গরাঁই বলেন, “বাস বলেই এ দিন বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কারও মাথায় পড়লে আর দেখতে হত না!” তবে, বাঁকুড়ার মতো এই ঘটনাতেও রেলগেট রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রীকান্তবাবু জানান, ঘটনার পরেই ছুটে গিয়ে তিনি দেখেন, যেখানে রেলগেটটি ভেঙে পড়েছে, সেই জায়গায় ছ’টি নাট-বোল্ট দিয়ে লম্বা লোহাটি জোড়া রয়েছে। তার একাধিক নাট-বোল্ট খুলে পড়েছে। নিরাপত্তার প্রশ্নে রেলের আরও যত্নবান হওয়া উচিত বলেই মনে করছেন ওই রাস্তা দিয়ে নিত্য যাতায়াতকারীরা। পুরুলিয়ার স্টেশন ম্যানেজার শ্যামাপ্রসাদ মজুমদার বলেন, “ওই রেলগেট কোটশিলা স্টেশনের আওতায় পড়ে। গেট ভেঙে পড়ার ঘটনা সংশ্লিষ্ট স্টেশনকে জানানো হয়েছে।” আদ্রা ডিভিশনের এডিআরএম ভি পি শরাফ বলেন, “ঘটনাটি সবে শুনেছি। কী ভাবে এমন ঘটল, তার তদন্ত হবে।”
|
—নিজস্ব চিত্র। |
পুরনো খবর: মাথায় আছড়ে পড়ল রেলগেট, রক্ষা হেলমেটে |
|
|
|
|
|