|
|
|
|
অনেক ক্লাস ফাঁকা, সম্মেলনে তৃণমূল সংগঠনের শিক্ষকেরা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
তৃণমূল প্রভাবিত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠনের জেলা সম্মেলন নিয়ে বিতর্ক দেখা দিয়েছে পুরুলিয়ায়। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে ‘ওয়েবকুপা’র প্রথম জেলা সম্মেলন ছিল পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দির সভাঘরে। জেলার বিভিন্ন কলেজ-সহ সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেকেই ওই সভায় যাওয়ায় এ দিন অধিকাংশ ক্লাস হয়নি বলে অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরা।
সংগঠন সূত্রে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় ও জেলার বিভিন্ন কলেজ থেকে শিক্ষক ও আংশিক সময়ের শিক্ষক মিলিয়ে মোট ১৩৬ জন প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন। সপ্তাহের মাঝের একটি কাজের দিনে শিক্ষকদের নিয়ে এমন সম্মেলন করায় ক্ষোভ প্রকাশ করেছে পড়ুয়াদের একাংশ। পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সুজিত মাহাতো, জিনাত পরভিনের অভিযোগ, “আমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটাও ক্লাসও আজ হয়নি।” |
|
বিশ্ববিদ্যালয়ের ক্লাস। বৃহস্পতিবার।—নিজস্ব চিত্র। |
ইতিহাসের ছাত্রী শিল্পা পাল, সুনন্দা পাণ্ডে জানান, “তাঁদের মাত্র একটি ক্লাস হয়েছে।” বিশ্ববিদ্যালয় চত্বরেও গিয়ে দেখা গিয়েছে বেশ কয়েকটি ক্লাস ফাঁকা পড়ে রয়েছে। বাংলা বিভাগের জয়দেব কুম্ভকার, চণ্ডীদাস গোস্বামীরা বলেন, “আজ একটা মাত্র ক্লাস হয়েছে। শিক্ষকরা সব সম্মেলনে গিয়েছেন বলে শুনেছি।” তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না দাবি করেছেন, “কলেজগুলির কথা বলতে পারব না। তবে আমি খোঁজ নিয়ে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস এ দিন ব্যাহত হয়নি।”
সংগঠনের জেলা সভানেত্রী সুস্মিতা চৌধুরী বলেন, “এ দিন শুধু আমাদের সম্মেলনই ছিল না, এখানে ‘কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম’ বিষয়ে একটি আলোচনাসভাও ছিল।” সংগঠনের রাজ্য কমিটির সহ-সম্পাদক গৌতম মুখোপাধ্যায় বলেন, “ওই অলোচনাসভা শিক্ষারই অঙ্গ। তার পাশাপাশি সংগঠনের সম্মেলন ছিল।” কলেজ সমূহের পরিদর্শক প্রিয়নাথ হালদার বলেন, “আমি ওই কর্মসূচিতে যাইনি। যতদূর জানি আজ ওই সংগঠনের একটি আলোচনাসভা ছিল। আলোচনাসভা থাকলে কিন্তু কলেজ শিক্ষকেরা যেতেই পারেন।” |
|
|
|
|
|