নির্বাচন নিয়ে মত জানতে গোপন ভোট
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
নির্বাচন করে ছাত্রী সংসদ গঠন নিয়ে ছাত্রীদের মতামতা নেওয়ার সিদ্ধান্ত নিল বোলপুরের পূর্ণিদেবী মহিলা মহাবিদ্যালয়। ১৬ ডিসেম্বর গোপন ব্যালটে পড়ুয়ারা মত জানাবেন। এই মর্মে বৃহস্পতিবারই একটি বিজ্ঞপ্তি জারি করেছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজ সূত্রে খবর, নভেম্বরের শেষ সপ্তাহে ছাত্রী সংসদের নির্বাচন করার আর্জিতে বেশ কিছু পড়ুয়া কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছিলেন। যদিও পড়ুয়াদেরই অন্য একটি অংশ নির্বাচন না করার আর্জিতে পাল্টা স্মারকলিপি দেন। অধ্যক্ষ পরিচালন সমিতির জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে ছিলেন পরিচালন সমিতির সভাপতি তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ও। এ দিন অধ্যক্ষ সুনীলবরণ মণ্ডল বলেন, “ছাত্রীদের কাছ থেকে মত দেখেই নির্বাচনের মাধ্যমে ছাত্রী সংসদ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” এত দিন ওই কলেজে মনোনীত ছাত্রী সংসদ ছিল। পড়ুয়াদের একটি অংশের দাবি, ভোট করেই ছাত্রী সংসদ গঠন করা হোক। অন্য অংশের মত, ভোট হলেই কলেজে রাজনীতির অনুপ্রবেশ ঘটবে। পড়াশোনার পরিবেশই বিঘ্নিত হবে।
|
মালগাড়ি বেলাইন
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
মালগাড়ি বেলাইন হয়ে পড়ায় ট্রেন চলাচল ব্যাহত হল দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি ডিভিশনের ঝালদা-মুরি শাখায়। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মুরি ও সিলি স্টেশনের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। রেল সূত্রের খবর, এ দিন আকরিক লোহা বোঝাই একটি মালগাড়ি মুরি স্টেশন ছাড়াতেই সেটির দু’টি কামরা বেলাইন হয়ে পড়ে যায়। রাঁচির ডিআরএম গজানন মালিয়া জানিয়েছেন, মালগাড়িটি বোকারো যাচ্ছিল। ওই ঘটনার জেরে কিছু ট্রেনের যাত্রাপথ বিলম্বিত হয়েছে। ডাউন লাইনে ঘটনাটি ঘটলেও আপ লাইন দিয়ে ট্রেন চালানো হয়েছে। এই ঘটনার প্রভাব পড়ে আদ্রা ডিভিশনেও। এ দিন রাঁচি-আসানসোল ও হাটিয়া-খড়্গপুর ট্রেন দু’টি দেরিতে চলেছে। বিকেলের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায় বলে রেল সূত্রে জানানো হয়েছে।
|
ধানের পালুইয়ে আগুন
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ |
তৃণমূল ব্লক সভাপতির ধান পালুই আগুনে পুড়ে গেল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হিড়বাঁধ ব্লকের নন্দা গ্রামে। তৃণমূলের হিড়বাঁধ ব্লক সভাপতি ধীরেন মাঝি ওই ঘটনার তদন্ত দাবি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ আগুন লাগার কারণ খতিয়ে দেখতে শুরু করেছে। ধীরেনবাবু জানান, সিমেন্টের পাঁচিল ঘেরা জায়গায় তাঁর ধান পালুই ছিল। বুধবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ ওই পালুইয়ে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসার পরে তাঁরা পাম্পের সাহায্যে জল নিয়ে এসে আগুন নেভান। তাঁর আক্ষেপ, ৩৫ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। পালুইয়ে সব ধান তুলে রেখেছিলাম। মনে হয় কেউ আমার ক্ষতি করার জন্যই ষড়যন্ত্র করে পালুইয়ে আগুন দিয়েছে। কী ভাবে আগুন লাগল আশাকরি পুলিশ তার প্রকৃত কারণ খুঁজে বের করবে।”
|
পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
জেলা পুলিশের দু’দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। বুধবার বেলগুমায় পুলিশ লাইন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) অজয় নন্দ। বৃহস্পতিবার শেষ দিনে উপস্থিত ছিলেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প বিষয়ক মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলাশাসক তন্ময় তক্রবর্তী ও জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীর কুমার। অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ৪৪টি বিভাগে প্রায় আড়াইশো জন পুলিশ এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন।
|
বাসে ব্যাগ চুরি
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বাসে জায়গা রাখতে জানলা দিয়ে ভিতরে ব্যাগ রেখেছিলেন এক মহিলা। বাসের উঠে দেখেন আসন থেকে ব্যাগ উধাও। বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে। কোতুলপুর অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসের ওই কর্মী সাবিত্রী কর্মকার পরে পুলিশের কাছে তাঁর ব্যাগ চুরির অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, ওই ব্যাগে টাকা ছাড়াও মোবাইল ফোন-সহ গুরুত্বপূর্ণ পরিচয়পত্র ছিল।
|