টুকরো খবর
নিখোঁজ ছাত্রীর হদিস মেলেনি
পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ৮ দিন পরেও কোনও হদিস পাওয়া যায়নি স্কুল ছাত্রীর। তদন্ত সঠিক পথে হচ্ছে না বলে অভিযোগ তুলে পুলিশ কমিশনার জগমোহনের সঙ্গে দেখা করেন নিখোঁজ কিশোরীর বাবা। বৃহস্পতিবার তাঁদের সঙ্গে কমিশনারের কাছে দ্রুত ওই কিশোরীকে উদ্ধার করার দাবি জানান এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সংস্থার সম্পাদক অমিত সরকার বলেন, “আমরা আশঙ্কা করছি ওই কিশোরীর কোনও ক্ষতি হয়ে যেতে পারে। ফলে দ্রুত তাকে খুঁজে বের করা প্রয়োজন।” পুলিশ কমিশনার জগমোহন অবশ্য খুঁটিয়ে অভিযোগ শোনেন। তিনি আশ্বাস দেন, “পুলিশ তদন্ত করছে। দ্রুত ওই কিশোরীকে খুঁজে বের করা হবে। গত ৪ ডিসেম্বর শিলিগুড়ির প্রধাননগর থানার একটি নামী স্কুলের সামনে থেকে নিখোঁজ হয় ওই নবম শ্রেণির ছাত্রী। সুকান্তপল্লির বাসিন্দা ওই ছাত্রীকে একটি ছেলে উত্ত্যক্ত করত বলে ছাত্রীটির বাবা অভিযোগে জানিয়েছেন। তাঁর সন্দেহ ছেলেটিই মেয়েকে অপহরণ করে। প্রধাননগর থানায় ওই দিনই একটি অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পাড়ার দু’জনকে ধরে পুলিশ। ঘটনায় মূল অভিযুক্তের মাকেও জেরা করা হয়।

সিপিএমের নালিশ
শাসক দলের হস্তক্ষেপে উত্তরবঙ্গ মেডিক্যালে কাজের পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুললেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। বৃহস্পতি বার এক সাংবাদিক বৈঠকে তাঁর আমলে নেওয়া প্রকল্পগুলি থমকে বলে অভিযোগ তোলেন অশোকবাবু। ডেন্টাল কলেজ, ট্রমা সেন্টার, বি এস সি নার্সিং চালু হয়নি। চিকিৎসকরা বদলি হলেও নতুন চিকিৎসক এখানে আসছেন না। খুব শীঘ্রই মেডিক্যাল কলেজের হাল ফেরাতে আন্দোলনে নামবেন বলেও জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার।

গ্যাসে আতঙ্ক
অক্সিজেনের সিলিন্ডার লিক করে গ্যাস বেরনোর ঘটনায় বৃহস্পতিবার জলপাইগুড়ির একটি নার্সিংহোমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দিন দুপুরে ঘটনাটি ঘটেছে। একটি অক্সিজেন সিলিন্ডারের খুলতে গিয়ে আচমকা গ্যাস বেরিয়ে আসতে থাকে। সেই সময়ে নার্সিংহোমের একাংশ কর্মী ফায়ার অ্যার্লাম বাজিয়ে দিতেই আগুন লেগে যায়। রোগী থেকে শুরু করে নার্সিংহোমের কর্মীদের একাংশও দ্রুত নার্সিংহোমের বাইরে বেরিয়ে চলে আসেন। তবে কোনও ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি বলে এদিন নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে।

দাবি, স্মারকলিপি
ডুয়ার্সের বন্ধ চা বাগান খোলা সহ ১০ দফা দাবিতে জলপাইগুড়ির জেলাশাসককে স্মারকলিপি দিল চা শ্রমিক সংগঠনগুলির কো অর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার দুপুরে কমিটির সদস্য সংগঠনগুলি মিছিল করে জেলাশাসকের দফতরে স্মারকলিপি দিতে যায়। কমিটির আহ্বায়ক চিত্ত দে জানিয়েছেন, বাগিচা আইন মেনে শ্রমিকদের সুযোগ-সুবিধে দেওয়া, নুন্যতম মুজরিু বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দাবিগুলি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শামুকতলা রাস
বৃহস্পতিবার শুরু হল ৩৮তম শামুকতলা রাসমেলা। আলিপুরদুয়ার ২ জয়েন্ট বিডিও হীরামনি প্রধান মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ঞ্চায়েতের প্রধান গাব্রিয়েল হাসদা, থানার ওসি দীপঙ্কর সাহা-সহ অন্যরাও। ১৫ দিন ধরে এই মেলা চলবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.