খেলা
আর ৪ দিন
সচিন তেন্ডুলকর শুরু ১৯৮৯ নভেম্বর, ন্যাশনাল স্টেডিয়াম, করাচি। শেষ ২০১৩ নভেম্বর, ওয়াংখেড়ে, মুম্বই।
নয়া প্রজন্ম নিয়ে চর্চা সরিয়ে আজ মুম্বইয়ে সচিন-উৎসব
গৌতম ভট্টাচার্য, মুম্বই:
ওয়াংখেড়েতে গোটা কংক্রিটের ছাদ জুড়ে বৃত্তাকারে তাঁর ছবি। পাশে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন। যার মডেল তিনি। সচিন তেন্ডুলকর তো? আজ্ঞে না। ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন তো করেন না সচিন। স্টেডিয়ামের ছাদজোড়া ছবিতে তাঁর থাকার সম্ভাবনাও তাই উধাও হয়ে যাচ্ছে। ওটা বিরাট কোহলি! বুধবার ওয়াংখেড়েতে ঢুকে খুব প্রতীকী মনে হল দৃশ্যটা। সচিনের সম্মানে গোটা মাঠ জুড়ে মুম্বই ক্রিকেট সংস্থা একশোটা বিলবোর্ড লাগিয়েছে।
বাজি ধরছি, সচিনের কাছেও ম্যাচটা বিরাট চ্যালেঞ্জ
সৌরভ গঙ্গোপাধ্যায়:
ভীষণ ভীষণ কঠিন একটা টেস্ট ম্যাচ নিজের শহরের মাঠে খেলতে নামছে সচিন তেন্ডুলকর। এবং সেটা অবশ্যই মুম্বইয়ে দেশের হয়ে জীবনে শেষ বারের মতো ব্যাট হাতে ক্রিজে নামবে বলে। আবেগের মাত্রাটা প্রচণ্ড রকমের বেশি থাকবে। চাপের মুখে বড় মঞ্চে সচিনের জ্বলে ওঠার ক্ষমতা নিয়ে স্বভাবতই কোনও প্রশ্ন নেই। কিন্তু ওয়াংখেড়েতে এ বার ওর মনে একটা চিন্তা সর্বদা ঘুরপাক খাবে, যেটা এর আগে কোনও দিন হয়নি।
প্রিয় ছাত্রের কাছে সেঞ্চুরি গুরুদক্ষিণা চাইলেন আচরেকর
রাজর্ষি গঙ্গোপাধ্যায়, মুম্বই:
ইডেন টেস্ট দেখেছেন? উঁ। সচিনকে তো ভুল আউট দিল। উত্তেজিত ঠোঁট কয়েক বার কেঁপে ওঠে। দৃষ্টি নিথর। ওয়াংখেড়ে যাবেন? চোখ বিস্ফারিত। মাথাটা প্রবল বেগে উপরে-নীচ করে কিছু বলতে চাইল, পারল না। সচিনের কাছে কিছু চাইলেন? ঘরঘর শব্দে কিছু বলার আবার ব্যর্থ চেষ্টা। ব্যস, তারপর সে চেষ্টাও থেমে গেল। কত দৈর্ঘ্য হবে একচিলতে ঘরটার? বড়জোর দশ ফুট বাই দশ ফুট।
টেস্টের আগে
জামাইকে এত ফুরফুরে
দেখেননি অঞ্জলির মা
আত্মার যোগ
ছিন্ন করতে আমরা
এখনও তৈরি নই
এত দিন প্রচুর ত্যাগ স্বীকার করেছে,
এ বার জীবনকে উপভোগ করুক
কিংবদন্তি সতীর্থ নিয়ে আনন্দবাজারকে সাক্ষাৎকার দিলেন রাহুল দ্রাবিড়
বিদায়ী ম্যাচ
জিতিয়েও
ফালোপা শুনলেন
‘গো ব্যাক’
ফালোপার আরও সময় প্রাপ্য ছিল
ড্র গেমেও
উত্তেজনার
উপাদান অনেক
সবুজ উইকেটে
তিন পেসারে
খেলবে বাংলা
টুকরো খবর
আগামীকাল, ফিলিপিন্সের সঙ্গে প্রদর্শনী ফুটবল ম্যাচ। বুধবার শিলিগুড়ির
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুশীলনে ভারতীয় দল। ছবি: বিশ্বরূপ বসাক।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.