|
|
|
|
সবুজ উইকেটে তিন পেসারে খেলবে বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইডেনের উইকেটে সবুজের আভা। এক সপ্তাহ আগে সচিন তেন্ডুলকেরর ১৯৯তম টেস্টের উইকেট যেমন রুক্ষ ছিল, তার চেয়ে এটা দেখতে ভাল। স্পোর্টিং উইকেট। এই সুদর্শন, স্পোর্টিং উইকেটেই খেলতে প্রস্তুত বাংলা। তাই তিন পেসারের তত্ত্ব থেকে সরে আসছেন না লক্ষ্মীরতন শুক্লরা। জয়পুরে যে কম্বিনেশনে খেলে তিন পয়েন্ট নিয়ে ফিরেছেন, ইডেনে বৃহস্পতিবার থেকে মধ্য প্রদেশের বিরুদ্ধে সেই ফর্মুলাতেই খেলবে অশোক মলহোত্রর দল।
অধিনায়ক লক্ষ্মী এ দিন সন্ধ্যায় বললেন, “উইকেট তো বেশ ভাল, সবুজ। এমন উইকেটে তিন পেসারে খেলাই ভাল।” জয়পুরে যে তিন পেসার ছিলেন, সেই লাইন-আপে সামান্য পরিবর্তন হচ্ছে। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া পেসার মনোজিৎ ঘোষকে এই ম্যাচে বসতে হবে অভিজ্ঞ সৌরভ সরকার জ্বর থেকে সুস্থ হয়ে ওঠায়। দিন্দা, শিবশঙ্করররা তো থাকছেনই। দলে আর কোনও পরিবর্তনের সম্ভাবনা কম। |
বাংলার নেটে অশোক দিন্দা। বুধবার। —নিজস্ব চিত্র। |
দলের এখনকার পারফরম্যান্সে সন্তুষ্ট ক্যাপ্টেন লক্ষ্মী বললেন, “আমরা তো এখন ভালই খেলছি। তাই অযথা দলে বেশি নাড়া-চাড়া করে লাভ নেই।” পারফরম্যান্স নিয়ে চিন্তায় থাকলেও ধারাবাহিকতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ক্যাপ্টেন, কোচ দুজনেই। বাংলা দলের এটাই সবচেয়ে বড় সমস্যা যে। আর এক সম্ভাব্য সমস্যা, মধ্যপ্রদেশের পেসার ঈশ্বর পাণ্ডে। ঘরের মাঠ ইন্দওরে রেলওয়েজের বিরুদ্ধে যিনি দুই ইনিংসে ১১ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে অবশ্য তামিলনাড়ুর দুর্দান্ত ব্যাটিংয়ের সামনে পড়ে দমে যান, মাত্র এক উইকেট পান। ইডেনের সবুজ উইকেটে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, এটাই চিন্তার। এমআরএফ অ্যাকাডেমিতে ম্যাকগ্রার মূল্যবান টিপস পাওয়া ঈশ্বর ইডেনে পছন্দের উইকেট পাবেন জেনে বললেন, “এই উইকেটে আমার ভাল বল করা উচিত। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।” রঞ্জি ট্রফির লিগ তালিকায় ‘বি’ গ্রুপে মধ্যপ্রদেশ ও বাংলা এখন একই অবস্থায়, তিন ম্যাচে চার পয়েন্ট পেয়ে ন’দলের মধ্যে যথাক্রমে চার ও পাঁচ নম্বরে। তাই এই ম্যাচে যে দল তিন পয়েন্ট আদায় করতে পারবে, সে-ই একে অপরের চেয়ে এগিয়ে যাবে। সেই দৌড় শুরু আজ ইডেনের সবুজ উইকেটে। |
|
|
|
|
|