উত্তরবঙ্গ |
এআইসিসি-র নির্দেশ নিয়ে বৈঠক জেলায় |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: দলের কেন্দ্রীয় স্তর থেকে পাঠানো একজন ব্যক্তিকে একটি পদেই বহাল রাখার নির্দেশ আপাতত মানতে রাজি নয় উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। সম্প্রতি, এআইসিসি-র তরফে জেলা কংগ্রেস কমিটির কাছে একটি নির্দেশ পাঠানো হয়। সেখানে বলা হয়, দলের কোনও ব্যক্তি একই সঙ্গে দুটি পদে থাকতে পারবেন না। একজন ব্যক্তিকে একটি পদেই থাকতে হবে। |
|
বাণিজ্যিক গাড়ির পারমিট মিলবে শিলিগুড়ি থেকেও |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গের ছয় জেলার যে ব্যবসায়ীরা বাস, ট্যাক্সি বা অটোর পারমিট পেতে আগ্রহী, কলকাতায় গিয়ে তাঁদের হয়রানি ঠেকাতে শিলিগুড়িতেই পরিবহণ দফতরের জোনাল অফিস খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-ভানু মঞ্চে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এ কথা জানান। |
|
|
বোর্ড গড়ায় দ্বন্দ্ব তৃণমূলে |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
পাহাড়ে মুখ্যমন্ত্রী, উন্নয়নকে গুরুত্ব দিয়ে বৈঠক চান গুরুঙ্গরা |
|
কিশোর সাহা, শিলিগুড়ি ও
রেজা প্রধান, দার্জিলিং: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ দিনের দার্জিলিং সফরের সুযোগ নিয়েই তাঁরা যে হারানো জমি ফিরে পেতে মরিয়া, তা স্পষ্ট করে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব। বিমল গুরুঙ্গরা কার্যত জানিয়ে দিলেন, এখন পাহাড়ের উন্নয়নই তাঁদের প্রথম লক্ষ্য। এমনকী রাজ্য দ্বিপাক্ষিক বৈঠকে রাজি হলে সেখানে গোর্খাল্যান্ডের দাবি নয়, মূলত জিটিএ-র দফতর হস্তান্তর, আর্থিক বরাদ্দ ও স্বশাসন নিয়েই আলোচনা করতে চায় মোর্চা। |
|
চিলাপাতায় জিপসি গাড়ি দুর্ঘটনা, মৃত ১ |
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার ও ব্যারাকপুর: ডুয়ার্সের চিলাপাতার জঙ্গলপথে হাতি দেখে আচমকা ব্রেক কষে দাঁড়ায় পর্যটক বোঝাই জিপসি গাড়ি। পিছনে আসা আরেকটি জিপসি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে ধাক্কা মারলে জ্ঞান হারান সামনের গাড়ির পর্যটক এক বৃদ্ধ। হাসপাতালে মৃত ঘোষণা করা হয় ব্যারাকপুরের বাসিন্দা প্রবীর মজুমদার (৬৫)-কে। |
|
|
পুলিশকর্মীকে ধাক্কা, ধৃত ছাত্র পরিষদ নেতা |
|
আলিপুরদুয়ারে বোর্ড গড়ল বামেরা |
|
বেহাল মালবাজার বাসস্ট্যান্ড |
টুকরো খবর |
|
|
|
|