বালুরঘাট পুরসভায় জয়ী টিম তৃণমূলে ১৪ জনের মধ্যে ১৩ জনই নতুন মুখ। এই ‘টিম’ নিয়ে বালুরঘাট পুরভোটে তৃণমূল কংগ্রেস বাজিমাত করেও এ পর্যন্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন করে উঠতে পারেনি। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ অক্টোবর বালুরঘাট পুরবোর্ড গঠন প্রক্রিয়া শেষ করতে হবে। টানা দীর্ঘ ৪৪ বছর ধরে বালুরঘাট পুরবোর্ডের ক্ষমতা ছিল আরএসপি। এবার একক ভাবে জয়ী হয়েছে তৃণমূল। দলীয় সূত্রের খবর, দলের মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। একদিকে মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। অন্য দিকে দলের জেলা সভাপতি তথা আইন পরিষদীয় সচিব বিপ্লব মিত্র। দুই নেতার অনুগামী কোন কাউন্সিলরের ভাগ্যে শিকে ছিঁড়বে তা নিয়ে বোর্ড গঠনের ৪৮ ঘণ্টা আগে বালুরঘাট সরগরম হয়ে উঠেছে। সম্প্রতি বালুরঘাটে দলের কর্মী সভায় তৃণমূলের জেলা সভাপতি বিপ্লববাবু সতর্ক করে কড়া বার্তা দিয়েছেন। সেখানে জয়ী কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বিপ্লববাবু বলেন, “চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে হবেন, তা জেলা নেতৃত্ব বসে ঠিক করবেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি ও দলবিরোধী কাজের অভিযোগ পেলে তাকে দল থেকে বহিস্কার করার মতো চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত জেলাস্তরে চেয়ারম্যান নির্বাচন নিয়ে বৈঠক হয়নি।” কিন্তু তৃণমূল সূত্রের খবর, বালুরঘাটের বিধায়ক তথা মন্ত্রী শঙ্কর চক্রবর্তী ইতিমধ্যে কলকাতায় তৃণমূল ভবনে বৈঠকে পুরসভার চেয়ারম্যান হিসাবে এক মহিলা কাউন্সিলরের নাম প্রস্তাব করেছেন। এ দিন সমবায় মন্ত্রী শঙ্কর চক্রবর্তী বলেন, “আমি এই বিষয়ে কিছু বলতে পারব না।” বিপ্লববাবু বলেন, “বুধবার বৈঠক। মন্ত্রী কারও নাম রাজ্য নেতৃত্বের কাছে প্রস্তাব করেছেন আমার জানা নেই।” |