আলিপুরদুয়ার পুরসভায় বোর্ড গড়ল বামফ্রন্ট। পুরসভার চেয়ারম্যান হয়েছেন সিপিএমের অনিন্দ্য ভৌমিক ও ভাইস চেয়ারম্যান হন আরএসপির গৌতম তালুকদার। মঙ্গলবার জেলা প্রশাসনের তরফে পুরবোর্ড গঠনের দিন ধার্য হয়েছিল। তাতেই ভোটাভুটিতে বামফ্রন্ট বোর্ডের দখল নেয়।
প্রশাসনিক সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস আশিস দত্তকে এবং বামফ্রন্ট অনিন্দ্য ভৌমিককে চেয়ারম্যান পদের প্রার্থী করে লড়াই করে। ৮-৬ ভোটে বামেরা জয়ী হন। একই ভাবে ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়। কংগ্রেসের ৬ জন কাউন্সিলর ভোটাভুটিতে অংশ নেওয়া তো দূরের কথা পুরসভাতেই যাননি। সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে পুরবাসী রায় দিয়ে বামফ্রন্টকে সবচেয়ে বেশি আসন দিয়েছে। রায়ের মর্যাদা দিতেই আমরা বোর্ড গঠন করলাম।” |
এবার পুরভোটে বামফ্রন্ট ৮টি এবং কংগ্রেস-তৃণমূল ৬টি করে আসন পায়। দলীয় সূত্রের খবর, বাম বিরোধী বোর্ড গঠন করতে তৃণমূলের তরফে ভোটের পরেই তৎপরতা শুরু হয়। ভোটের আগে চাপান-উতোর, পাল্টা অভিযোগের পালা চললেও দলের তরফে কংগ্রেসকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। স্থানীয় স্তরে কয়েক দফায় আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। বামেদের বোর্ড দখলের পরে তৃণমূলের তরফে গোটা ঘটনার জন্য কংগ্রেসকে দায়ী করা হয়েছে। তাঁদের অভিযোগ, “কংগ্রেস কাউন্সিলরেরা না এসে বামেদের সুবিধা করে দেন।” যদিও কংগ্রেসের বক্তব্য, “শহরের মানুষ কংগ্রেসকে বিরোধী আসনে বসার রায় দিয়েছেন। সেটা মেনেই দলীয় স্তরে ভোটাভুটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তৃণমূলের তরফে এই পুরসভা ভোটে পর্যবেক্ষক ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী। তিনি এই প্রসঙ্গে বলেন, “আমাদের ঠেকাতে কংগ্রেস বোর্ড গঠনে অংশ নেয়নি। ঘুরিয়া ওঁরা বামেদের সমর্থন করল। এতে বাম ও কংগ্রেস আঁতাত পরিষ্কার হয়ে গেল। এটা আসলে পুরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। আজ, বুধবার আমরা শহরে ধিক্কার মিছিল করব।” অভিযোগ অস্বীকার করে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার বলেছেন, “জোট করতে হলে ভোটের আগে করত হত। তৃণমূল কংগ্রেস তখন তা করেনি। ভোটের পর ক্ষমতা দখলের জন্য জোট করতে কংগ্রেস কোনও ভাবে যাবে না। এখন ক্ষমতায় বসতে না পেরে তৃণমূল নেতারা আজেবাজে কথা বলছেন। আমরা বিরোধী আসনে বসব।”এ দিন সকাল থেকে পুরবোর্ড গঠনকে কেন্দ্র কেন্দ্র শহর জুড়ে ছিল উত্তেজনা। পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল প্রচুর। বামফ্রন্টের বোর্ড গঠনের খবর ছড়িয়ে পড়তেই বাম সমর্থকরা রাস্তায় নেমে পড়ে আবির মেখে বিজয়োল্লাসে মেতে ওঠেন। নতুন চেয়ারম্যান অনিন্দ্যবাবু আলিপুরদুয়ার ২ ব্লকের ভাটিবাড়ি হাইস্কুলের ইতিহাসের সহকারী শিক্ষক। তিনি সিপিএমের আলিপুরদুয়ার শহর ১ লোকাল সম্পাদক। আর অনিন্দ্যবাবু এর আগে ২০০৩ সালে পুরসভার কাউন্সিলর ছিলেন। |