ডুয়ার্সের চিলাপাতার জঙ্গলপথে হাতি দেখে আচমকা ব্রেক কষে দাঁড়ায় পর্যটক বোঝাই জিপসি গাড়ি। পিছনে আসা আরেকটি জিপসি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িতে ধাক্কা মারলে জ্ঞান হারান সামনের গাড়ির পর্যটক এক বৃদ্ধ। হাসপাতালে মৃত ঘোষণা করা হয় ব্যারাকপুরের বাসিন্দা প্রবীর মজুমদার (৬৫)-কে।
মঙ্গলবার ডুয়ার্সের মেন্দাবাড়ি নজরমিনার লাগোয়া সোনাপুর-হাসিমারা রাজ্য সড়কে এই দুর্ঘটনার পরে, গ্রেফতার করা হয়েছে পিছন থেকে ধাক্কা মারা জিপসির চালক পরেন বসুমাতাকে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “ধৃতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। গাড়িগুলির আদৌও বাণিজ্যিক ভাবে চলাচলের যোগ্যতা বা অনুমোদন ছিল কি না তাও দেখা হবে।”
প্রবীর মজুমদার।
—নিজস্ব চিত্র। |
পুলিশ জানায়, গত সোমবার ব্যারাকপুরের সিএমডিএ নগরের বাসিন্দা বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী প্রবীরবাবু তাঁর স্ত্রী ও এক প্রতিবেশীকে নিয়ে ডুয়ার্সে ঘুরতে আসেন। এ দিন সকালে মাদারিহাট থেকে প্রবীরবাবুরা চিলাপাতার জঙ্গলে গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা জিপসি সাফারি শুরু করেন। নলরাজার গড় দেখে কোদালবস্তির দিকে গাড়ি যাওয়ার সময়ে মেন্দাবাড়ি জঙ্গলের কাছে বন দফতরেরই একটি কুনকি হাতিকে দেখে প্রবীরবাবুদের গাড়িতে থাকা পর্যটকেরা চিৎকার করে ওঠেন। গাড়িটি ব্রেক কষে দাঁড়িয়ে যায়। ধাক্কা মারে পিছনে থাকা গাড়িটি। এর পরেই সংজ্ঞা হারান প্রবীরবাবু। হাসিমারা বায়ুসেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী কেন্দ্রীয় মৎস্য দফতরের কর্মী শিখাদেবী বলেন, “ওঁর শরীরে কোনও আঘাত লাগেনি। কী ভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছি না।” প্রবীরবাবুর প্রতিবেশী প্রদীপ চৌধুরী বলেন, “২০০৮ সালে প্রবীরবাবুর বাইপাস সার্জারি হয়েছিল। চিকিৎসকেরা জানান, হদরোগজনিত সমস্যার কারণেই ওঁর মৃত্যু হয়েছে।” এ দিন আলিপুরদুয়ার হাসপাতালে দেহটির ময়নাতদন্ত হয়। |