সৌরভদের কমিটি তুলে প্রশ্নের মুখে সিএবি |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বার্ষিক সাধারণ সভার পর প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠক। কিন্তু শুক্রবারের বৈঠক যে সিএবি-কে এমন প্রশ্নের মুখে ফেলে দেবে, বোঝা যায়নি। যে কমিটির চেয়ারম্যান ছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, যে কমিটিতে ছিলেন অশোক মলহোত্র, অরুণলাল, প্রণব রায়ের মতো ক্রিকেটাররা শুক্রবারের বৈঠকের পর সেই কমিটিকে অনির্দিষ্টকালের জন্য তুলে দেওয়া হল! |
|
অঘটনের আইবিএলে চমক নবীন-প্রবীণ ভারতীয়দের |
নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ যত এগোচ্ছে ততই উজ্জ্বল দেখাচ্ছে ভারতীয়দের প্লেয়ারদের। আইপিএলে যেমন সচিন-কোহলিদের পাশাপাশি ক্রিস গেইল-মাইক হাসির মতো বিদেশি ক্রিকেটাররাও ধারাবাহিক মহাদাপট দেখান, আইবিএলের ছবিটা ঠিক সে রকম নয়। বরং বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা লি চং উইয়ের একশো শতাংশ সাফল্য বাদে অন্য তারকা বিদেশিরা বেশ ম্লানই। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বেঙ্গালুরুর সাফ শিবিরে সারা দিন অপেক্ষায় ছিলেন রহিম নবি, সুব্রত পালরা। মুম্বইতে ট্রেভর মর্গ্যানের ফুটবল আই পি এলের ট্রেনিং শিবিরে অনুশীলন করলেও সঞ্জু প্রধান, মেহরাজউদ্দিন, ইসফাক আমেদদের মন পড়ে ছিল কয়েক মাইল দূরের রিলায়্যান্স হাউসে। স্পনসরদের সঙ্গে বৈঠকে বসার তিন ঘণ্টা আগে আই লিগের বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হল। |
নবি-সুব্রতদের নিয়ে
আলোচনাই
হল না
মুম্বইয়ের সভায় |
|
ফালোপার অনুশীলন
ফের খোলামেলা |
দ্রোগবার বন্ধুকে আরও
দেখতে চান করিম |
|
সেরেনার সামনে প্রতিশোধের ওপেন |
|
অতীত ভুলে যাবেন না,
আবেদন যুবরাজের |
ডলার ঊর্ধ্বমুখী, চাপ
বাড়ছে ধোনি-গম্ভীরদের |
|
|
রিও থেকে পদক
আনতে চান গগনজিৎ |
|
শম্বুক গতিতে এগোচ্ছে ইংল্যান্ড |
|
টুকরো খবর |
|
|