দ্রোগবার বন্ধুকে আরও দেখতে চান করিম
যুবভারতীতে হ্যাটট্রিক করলেন দিদিয়ের দ্রোগবার বন্ধু! মোহনবাগানে ট্রায়াল দিতে আসা আইভরি কোস্টের আবু কোণে।
ওডাফার সঙ্গী হওয়ার জন্য ট্রায়াল দিতে আসা আবু শুক্রবার কালীঘাটের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর বলে দিলেন, “দ্রোগবা আমার দেশের আইকন। ও ছুটি কাটাতে এলে প্রায়ই দেখা হয়। নানা কথাও হয় বন্ধুর সঙ্গে।” প্রাক্তন চেলসি স্ট্রাইকার দ্রোগবা এখন খেলেন তুরস্কের ক্লাব গালাতাসারের হয়ে। ক্লাবের হয়ে প্রথম প্র্যাক্টিস ম্যাচে আবু হ্যাটট্রিক করলেও তাঁর পারফরম্যান্সে অবশ্য এখনও উচ্ছ্বসিত নন করিম বেঞ্চারিফা। ম্যাচ শেষে বাগান কোচ বলেন, “আমি একটা প্র্যাক্টিস ম্যাচ দেখেই বলতে পারব না কাকে নেব। আবু গোল করেছে তাতে আমি খুশি। তবে এখনও আরও কয়েকটা প্র্যাক্টিস ম্যাচ দেখেই চতুর্থ বিদেশি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
করিমের দল এ দিন প্রিমিয়ার ডিভিসনের ক্লাব কালীঘাটকে এক ডজন গোল দিল। ওডাফারা জিতলেন ১২-১ গোলে। বড় ব্যবধানে জিতলেও কোচের মূল লক্ষ্য ছিল দলগত পারফরম্যান্স দেখা। “স্কোর কী হল তা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আসল জিনিস ছিল দল কেমন খেলছে সেটা দেখে নেওয়া,” বলে দিলেন বাগান কোচ।
অধিনায়ক ওডাফা থেকে অ্যাকাডেমির ব্যাঙ্ককগোলদাতার তালিকায় ছিলেন প্রায় সবাই। দুর্দান্ত ফ্রি কিক মেরে এবং বিপক্ষ ডিফেন্ডারদের নাস্তানুবাদ করে ম্যাচে চার গোল করলেন ওডাফা। মোহন-অধিনায়ক গোল করবেন এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু ম্যাচে অবাক করে দিয়ে গেলেন আবু। হ্যাটট্রিক করা ছাড়াও ওডাফার সঙ্গে যুগলবন্দিতে অনেক আক্রমণের সুযোগ তৈরি করছিলেন আইভরি কোস্ট থেকে আসা বিদেশি।
তবে তাঁর ফিটনেস নিয়ে যে সমস্যা আছে তা মেনে নেন আবু। বলেন, “গত এক মাস ফুটবল খেলতে পারিনি। খুব খাটছি পুরোপুরি ফিট হওয়ার জন্য।” এক বিদেশি হ্যাটট্রিক করলেও আর এক বিদেশি, কিনিয়ার এরিক অবশ্য কিছুই করতে পারলেন না। ম্যাচে এক গোল করলেও অনেক সহজ সহজ গোলের সুযোগ নষ্ট করেন এরিক।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.