স্ট্রাইকারে ওডাফা ওকোলির সঙ্গী কে হবেন তা নিয়ে ধোঁয়াশা বৃহস্পতিবারও কাটল না মোহনবাগানে।
অনেক টালবাহানার পর চতুর্থ বিদেশি হিসাবে ট্রায়াল দিতে আনা হয়েছিল আইভরি কোস্টের আবু কোনে ও কিনিয়ার এরিক মোরান্ডাকে। কিন্তু প্রথম দিন তাদের দেখে মুখ ব্যাজার করিম বেঞ্চারিফার। কোনও রাখঢাক না রেখেই মরোক্কান কোচ অনুশীলনের পর বলে দিলেন, “দু’জনের কেউই পুরো ফিট নয়। পেশাদার ফুটবলাররা সব সময় একটা শেপে থাকে। কিন্তু এঁদের মধ্যে সে রকম কিছু দেখলাম না। আবু কোনের তাও কিছুটা স্কিল রয়েছে। এরিকের তো তা-ও নেই।”
ট্রায়াল দিতে বুধবারই শহরে পৌঁছে গিয়েছিলেন আবু ও এরিক। এ দিন সকালেই যুবভারতীতে ওডাফাদের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েন তাঁরা। বল পজিশন ট্রেনিং থেকে দু’দলে ভাগ করে ম্যাচ খেলা— সারাক্ষণই দুই বিদেশির দিকে তীক্ষ্ন নজর ছিল করিমের। প্রথম দিন মোহন-কোচকে খুশি না করলেও এখনই দু’জনকে বাতিলের খাতায় ফেলতে রাজি নন তিনি। বললেন, “একদিন দেখে চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত নয়। আরও কয়েক দিন দেখতে হবে দু’জনকে। অনুশীলন ম্যাচেও এই দুই বিদেশিকে আমি দেখব। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” |
আবু (২৬ নম্বর) ও এরিক: চতুর্থ বিদেশিকে এখনও
ছাড়পত্র নয় কোচের। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র |
হাতে আর সময় নেই। ৩১ অগস্ট আই লিগে বিদেশি নথিভুক্তির শেষ দিন। দুই বিদেশিকে ভাল করে দেখে নিতে অনুশীলন ম্যাচ একদিন এগিয়ে এনেছেন করিম । শনিবার প্রিমিয়ার লিগের কালীঘাট মিলন সঙ্ঘের সঙ্গে যে ম্যাচটি খেলার কথা ছিল, তা মোহনবাগান খেলবে আজ শুক্রবার সকালেই। এ দিকে ভিসা সমস্যা কাটিয়ে ক্যামেরুনের পল বিয়াগা কবে ট্রায়াল দিতে আসবেন তা সঠিকভাবে জানাতে পারছেন না বাগানের কেউ-ই। যদিও পলের জীবনপঞ্জি বেশি পছন্দ হয়েছিল করিমের। করিম অবশ্য হাসতে হাসতে বললেন, “বায়োডাটা ভাল দেখে যদি ফুটবলার বাছতে হয় তবে তো মারাদোনাকেই বাছতাম। আমি চাই দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে এমন কাউকে।”
অনুশীলন ম্যাচের সময় দেখা গেল দুই বিদেশিকে নানা কোণ থেকে পাস দিয়ে গোল করার সুযোগ তৈরি করে দিচ্ছেন ওডাফা ওকোলি। সম্ভবত কোচের নির্দেশেই। সতীর্থ হিসেবে কাকে পছন্দ হয়েছে? যুবভারতী থেকে বেরোনোর সময় উত্তর না দিলেও পরে ফোনে ধরা হলে মোহন-অধিনায়ক বললেন, “আমি কী বলব! সিদ্ধান্ত তো করিম নেবে।”
|