আমেরিকায় গিয়ে পিজিএ ট্যুরে তাঁর ‘আইডল’ টাইগার উডসের সঙ্গে খেলাই আপাতত স্বপ্ন গগনজিৎ ভুল্লারের। এ দিনই অর্জুন পুরস্কারের জন্য তাঁর কপুরথালার বাড়িতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহের চিঠি হাতে পেলেন ভারতীয় গল্ফার।
দুই গল্ফ কিংবদন্তি জ্যাক নিকলাউস ও উডসকে আদর্শ করেই তাঁর কেরিয়ার শুরু করেছিলেন গগনজিৎ। পঞ্জাবের ছ’ফুট লম্বা গল্ফার বলছিলেন, “ভারতের আর এক গল্ফার অর্জুন আটওয়াল অনেক বছর ধরেই সপরিবারে রয়েছেন আমেরিকায়। তাঁর মতো আমিও চাই ওখানে গিয়ে পিজিএ ট্যুর ও মেজর খেলতে। তিন বার আমেরিকায় গিয়ে অর্জুনের সঙ্গে খেলেছি। ওর সঙ্গে গিয়েই টাইগারের সঙ্গে আলাপ হয়েছিল। আর সে দিন থেকেই আমার স্বপ্ন উডসের সঙ্গে খেলা।” অর্জুন পুরস্কারের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে গগনজিৎ বলেন, “সরকার গল্ফকে প্রাধান্য দেওয়ায় আমি খুব খুশি। তবে এখানেই থেমে থাকতে চাই না। এ বার লক্ষ্য রিও অলিম্পিকে মেডেল জেতা। বিন্দ্রা, সুশীল, সাইনাদের মতো আমিও অলিম্পিকের মঞ্চে জাতীয় পতাকা ওড়াতে চাই। ওই মুহূর্তগুলো দেখলে এখনও রোমাঞ্চ হয়।”
যাঁকে টপকে এ বার তিনি অর্জুন হলেন, সেই অনির্বাণ লাহিড়ীর সঙ্গেই রিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করতে চান গগনজিৎ। বললেন, “এক দেশ থেকে দু’জন গল্ফার নামতে পারে অলিম্পিকে। আমি চাই অনির্বাণ আমার সঙ্গী হোক অলিম্পিকে। অবশ্য সে বছরের সেরা দুই গল্ফারই শুধু অলিম্পিকের যোগ্যতা পাবে। আশা করছি সেটা দু’জনই করতে পারব।”
২০০৬ থেকে এখন পর্যন্ত ১৪টি পেশাদার টুর্নামেন্ট জিতেছেন গগনজিৎ। তার মধ্যে রয়েছে চারটি এশিয়ান ট্যুরের পদক। মেজর খেলা সাত ভারতীয় গল্ফারের মধ্যেও তিনি অন্যতম। |