কারও পৌষ মাস, কারও সর্বনাশ!
টাকার দাম হু হু করে পড়ে যাওয়ায় আইপিএলে খেলা ভারতীয় ক্রিকেটারদের মাথায় হাত। অথচ বিদেশিরা আছেন দিব্যি নিশ্চিন্তে। ফ্র্যাঞ্চাইজি মালিকরাও অস্বস্তিতে। দল চালানোর খরচও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ২০১১ নিলামের আগে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ও বোর্ডের যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল, তাতে স্পষ্ট শর্ত ছিল, ডলারের দাম যা-ই হোক না কেন, তাঁদের ‘পেমেন্ট’ হবে ৪৬ টাকা দরে। বিদেশিদের ক্ষেত্রে এই শর্ত ছিল না। ফলে ডলারের দাম বাড়ায় গেইল, কালিসদের কোনও সমস্যা নেই। বরং ক্ষতির মুখ দেখতে হবে ধোনি, গম্ভীরদের। |
কত ক্ষতি? ...নমুনা গম্ভীর
গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক) |
• চুক্তি অনুযায়ী পারিশ্রমিক ২৪ লক্ষ ডলার • নির্দিষ্ট দর (ডলার প্রতি ৪৬ টাকা) অনুযায়ী ভারতীয় মুদ্রায় ১১ কোটি ৪ লক্ষ • আইপিএলের সময় ডলারের দর (ডলার প্রতি ৫৪ টাকা) অনুযায়ী তাঁর প্রাপ্য ছিল প্রায় ১৩ কোটি টাকা • ডলারের বর্তমান দর (ডলার প্রতি ৬৫ টাকা) অনুযায়ী তাঁর প্রাপ্য ছিল প্রায় ১৭ কোটি টাকা • ডলারের দর লাফিয়ে বেড়ে যাওয়ায় গম্ভীরের আর্থিক ক্ষতি ২ থেকে ৬ কোটি। |
|
এখন যেখানে ডলারের দর প্রায় ১৯ টাকা বেশি, সেখানে তাঁদের সেই ৪৬ টাকা দরেই পারিশ্রমিক নিতে হবে। আইপিএলে ক্রিকেটাররা চার কিস্তিতে পারিশ্রমিক পান। আইপিএল শুরুর আগে ১৫ শতাংশ, ১ মে-র আগে ৫০ শতাংশ, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আগে ১৫ শতাংশ ও বাকি ২০ শতাংশ ১ নভেম্বরের আগে। অর্থাৎ গত আইপিএলের জন্য ক্রিকেটারদের এখনও ৩৫ শতাংশ বকেয়া রয়েছে।
ফ্র্যাঞ্চাইজির মালিকদের আবার অন্য সমস্যা। তাঁদের হিসেব, ডলারের দাম এক টাকা বাড়লেই তাঁদের খরচ বাড়ে ১৫ লক্ষ টাকা। সে জন্যই দাবি উঠেছে আগামী বছর থেকে ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হোক টাকায়, ডলারে নয়। কেকেআরের সিইও বেঙ্কি মাইসোরও এই দাবি তুলেছেন, যাতে সায় রয়েছে আইপিএল সিইও সুন্দর রামনের। |