অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৯২-৯ (ডিঃ) জবাবে প্রায় শামুকের গতিতে পঞ্চম অ্যাসেজ টেস্টে এগোচ্ছে ইংল্যান্ড। ইংরেজদের ইনিংসে প্রথম দু’সেশনে তিন উইকেট হারিয়ে উঠল১৪৯ রান। ওভার প্রতি গড় প্রায় ২.৩০। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২৪৭-৪। হাফ সেঞ্চুরি করে ফিরে গিয়েছেন কেভিন পিটারসেন। ক্রিজে আছেন ইয়ান বেল (ন.আ ২৯) আর ক্রিস ওকস (ন.আ ১৫)। |
অ্যাসেজের শেষ টেস্ট দেখতে এলেন কিনিয়ার মাসাই ওয়ারিয়র্স ক্রিকেট টিমের সদস্যরা।
ছিলেন ইংল্যান্ড ফুটবল টিমের ম্যানেজার রয় হজসন-ও। শুক্রবার ওভালে। ছবি: এএফপি |
এখনও পর্যন্ত ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান জো রুটের। ৬৮। জোনাথন ট্রট ৪০, আর অধিনায়ক কুকের সংগ্রহ ৮৮ বলে ২৫ রান। তিন বছর আগে অ্যাসেজে সাত ইনিংসে ৭৬৬ রান করেছিলেন কুক। ২৪ বছর পর অস্ট্রেলিয়ায় কুকের এই মহাবিক্রমের উপর ভর করে প্রথম সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এখনও পর্যন্ত সিরিজে কুকের সংগ্রহ ২৪৩ রান।
|