স্টেফির পর প্রথম জার্মান মেয়ে উইম্বলডন ফাইনালে
|
 |
নিজস্ব প্রতিবেদন: বরিস বেকার তো থাকবেনই। তিনি তো আনন্দবাজারের জন্য লিখছেন। কিন্তু শনিবার সেন্টার কোর্টে আর এক জার্মান টেনিস কিংবদন্তি স্টেফি গ্রাফকে কি দেখা যাবে? যিনি উইম্বলডনের প্রথম দশ দিন তাঁর টেনিস সেলিব্রিটি স্বামী আন্দ্রে আগাসির মতোই বেপাত্তা!
সাবিন লিজিকি অবশ্য তাঁর প্রথম উইম্বলডন ফাইনালের দিন রয়্যাল বক্সে বেকার-স্টেফি জুটিকেই বেশি করে দেখতে চাইবেন। |
|
মারের সামনে বদলার ম্যাচে
আজ পোলিশ গানের নায়ক
|
নিজস্ব প্রতিবেদন: বিশ্বের এক আর দু’নম্বর টেনিস তারকাকে শুক্রবার উইম্বলডন সেমিফাইনাল থেকে ছিটকে দেওয়ার স্বপ্ন দেখছেন যে দু’জন, তাঁদের একজন খোঁড়াচ্ছেন। অন্য জন নিজের কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালই খেলছেন না, পোল্যান্ডের টেনিস ইতিহাসেরই প্রথম পুরুষ গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালিস্ট। তা সত্ত্বেও এহেন ‘এক পায়ের’ আর ‘অনভিজ্ঞ’ প্রতিদ্বন্দ্বী অঘটন ঘটাতে পারেন বলে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন। |
 |
|
ত্রিনিদাদের পিচ কিন্তু
অশ্বিন-জাডেজাদের
|
 |
রবি শাস্ত্রী: জামাইকার অভিজ্ঞতা ভারতকে ভালই শিক্ষা দিয়ে গেল। এটা ঠিক যে, একটা দলের পর পর দু’টো ম্যাচ হেরে যাওয়া অস্বাভাবিক ঘটনা নয়। কিন্তু শ্রীলঙ্কার কাছে হারের ধরনটা বিরাট কোহলিদের বহু দিন কাঁটা হয়ে বিঁধবে। এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে ভারত ত্রিনিদাদে নিজেদের বাকি দু’টো ম্যাচ যদি জিতেও যায়, তার পরেও কিন্তু ফাইনালের টিকিট নিশ্চিত হবে না। ভারতকে তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিকে। |
|
|
|

ইউনাইটেডেই থাকছেন,
বলে দিলেন র্যান্টি |
|
|
|
|
|

বিকাশের সোনা, বিদায় নিলেন আশা |
|
টুকরো খবর |
|
|