|
|
|
|
ম্যান ইউয়ে নতুন ভূমিকায় গিগস, রুনিকে নিয়ে প্রশ্ন থাকছেই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইউরোপীয় দলবদলের বাজারের ‘টিআরপি’ এখন একটা প্রশ্নের ওপরেই টিকে আছে - পরের মরসুমে কি রুনি ম্যান ইউ জার্সি পরবে? গোটা ইংল্যান্ড জুড়ে ফুটবলপ্রেমীদের টুইটারে একটাই প্রশ্ন - “ম্যাঞ্চেস্টারের চোখের মণি কি তবে বার্সেলোনা বা চেলসির জার্সি চাপাবে?”
এই কোটি টাকার প্রশ্ন নিয়ে ব্রিটিশ প্রচারমাধ্যমে জল্পনার অবসান ঘটছে না। বরং প্রতিদিনই ম্যান ইউ সমর্থকদের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো খবর ছাপা হচ্ছে যাতে একটাই ইঙ্গিত - ম্যান ইউয়ের সঙ্গে রুনির ‘ডিভোর্স’ হতে আর দেরি নেই।
গত কয়েক দিনের মতো ফের নতুন মোড় নিল ম্যান ইউয়ের পোস্টার বয়ের ভবিষ্যৎ। ব্রিটিশ ট্যাবলয়েডের খবর অনুযায়ী, ক্লাব ছাড়তে হলে রুনিকে লিখিত ভাবে অনুরোধ জানাতে হবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। বুধবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক মরসুম অনুশীলনে এলেও, নতুন কোচ মোয়েসের সঙ্গে কোনও বৈঠক হয়নি। যা বৃহস্পতিবার হওয়ার কথা। |
|
কিন্তু ক্লাব সূত্রের খবর, রুনিকে ছাড়তে না চাইলেও, গত কয়েক দিনে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। এবং ফার্গুসন-উত্তর ম্যান ইউ অধ্যায় শুরুর আগে এমন কোনও ফুটবলার মোয়েস রাখতে চান না, যাঁর ক্লাবে থাকার ইচ্ছে নেই। ম্যান ইউ ছাড়লে রুনির জন্য ক্লাবের অভাব হবে না। ম্যান ইউয়ের তারকা স্ট্রাইকারকে নিয়ে এমনিতেই চেলসি ও বার্সেলোনার মধ্যে ‘টাগ অব ওয়ার’ চলছে। যদিও রুনিকে ছাড়ার ব্যপারে মোয়েসের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
এক দিকে এক তারকার ভবিষ্যৎ নিয়ে জল্পনা জারি থাকলেও, পরের মরসুমে আর এক তারকাকে দেখা যাবে নতুন অবতারে। ম্যান ইউ সবর্কালের সর্বসেরাদের মধ্যে একজন, রায়ান গিগসকে প্লেয়ার কাম কোচ করলেন মোয়েস। পরের বছর কোচিং লাইসেন্স কোর্স শেষ করার আগে গিগসকে প্রাথমিক অভিজ্ঞতার পাঠ দিতেই এই সিদ্ধান্ত মোয়েসের। আগামী মরসুমে মাঠে ম্যান ইউ জার্সি চাপিয়ে খেলা ছাড়াও প্র্যাক্টিসে কোচের ভূমিকায় কাজ করবেন গিগস। গিগস ছাড়াও ম্যান ইউয়ের আরও এক কোচের ভূমিকায় ফিরলেন ফার্গুসনের ত্রিমুকুট জয়ী মরসুমের সদস্য ফিল নেভিল।
|
পুরনো খবর: রোনাল্ডো রিয়ালেই, রুনি ছাড়তে পারেন ম্যান ইউ |
|
|
|
|
|