এশীয় অ্যাথলেটিক্স |
বিকাশের সোনা, বিদায় নিলেন আশা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আশা রায় শেষ পর্যন্ত আশাহতই করলেন। উঠতে পারলেন না ফাইনালে। মেয়েদের ১০০ মিটার দৌড়ের সেমিফাইনালেই বিদায় নিলেন সিঙ্গুরের মেয়ে। ১১.৭৯ করে হলেন পঞ্চম। বাংলার আর এক মেয়ে অ্যাথলিট হাইজাম্পার মল্লিকা মণ্ডলও ছিটকে গেলেন শুরুতেই। ফলে আশার প্রদীপ হয়ে থাকলেন শুধু সুস্মিতা সিংহরায়। কুন্তল রায়ের ছাত্রীর ইভেন্ট হেপ্টাথলন শুরু হচ্ছে আজ শুক্রবার। |
|
পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে এশিয়ান অ্যাথলেটিক্স মিটের দ্বিতীয় দিনে অবশ্য ভারতের ফল ভালই হল। ডিসকাস থ্রো-তে ভারতকে প্রথম সোনা এনে দিলেন বিকাশ গৌড়া। তিরিশতম জন্মদিনের আগের দিন ৬৪.৯০ মিটার ছুড়লেন তিনি। পদক পেয়ে কর্নাটকের ছেলে বলে দিলেন, “যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থেকে নিয়মিত অনুশীলন করেছি বলেই এই সাফল্য। বাবা-মাকে পদক উৎসর্গ করছি।” ভারতের অ্যাথলিটরা এ দিন আরও একটি রুপো এবং ব্রোঞ্জ পেলেন। মেয়েদের ৪০০ মিটার দৌড়ে রুপো পেলেন এম আর পুভামা। পুরুষদের দশ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ পেলেন রীতিরাম সাইনি। সব মিলিয়ে একটি সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পেয়ে ভারত পদক তালিকায় পঞ্চম স্থানে আছে। চিন রয়েছে শীর্ষে।
|
পুরনো খবর: আশা এগোলেন, ভারতের দু’টি ব্রোঞ্জ |
|